শেখ শাহজাহান। ফাইল ছবি।
শেষ আপডেট: 7th June 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: তখনও বসিরহাট লোকসভার ভোট হয়নি। তার সাত দিন আগেই গত ২৪ মে আদালত চত্বরে পুলিশের প্রিজন ভ্যানে বসে সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান দাবি করেছিলেন, "যে কারণে আমাকে আটকানো হয়েছে, তা বিফলে যাবে। তিন লক্ষের বেশি ভোটে এখানে তৃণমূল জিতবে।"
শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে নারী নির্যাতন, জমি, ভেরি লুট, নারী নির্যাতন-সহ একাধিক অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবারের ভোটে সন্দেশখালির আন্দোলনকারীদের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করেছিল বিজেপি। প্রচারে এসে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদীও।
বসিরহাটের মধ্যেই পড়ে সন্দেশখালি। ৪ জুন ফল প্রকাশ হতে দেখা যায়, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে বিজেপির রেখা পাত্রকে পরাজিত করেছেন।
শুক্রবার শাহজাহান-সহ সন্দেশখালি কাণ্ডের ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। আগে থেকেই আদালত চত্বরে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। প্রিজন ভ্যান থেকে শাহজাহান আদালতে ঢোকার সময় তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দেন অনুগামীরা। শাহজাহানের মুখেও চওড়া হাসি খেলে যায়। পরে শাহজাহান বলেন, "আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে। এটা হওয়ারই ছিল।"
এদিকে সন্দেশখালি কাণ্ডে এদিন শাহজাহান-সহ ছ'জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। অন্যদিকে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের খোঁজে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। ওই ঘটনায় নেজাট থানার পুলিশ যে সাতজনকে গ্রেফতার করেছিল, সিবিআইয়ের চার্জশিটে তাঁদের নাম ছিল না। অভিযোগ, পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করতে সন্দেশখালির নিরীহ সাতজনকে গ্রেফতার করেছিল।
এদিন ওই মামলায় ন্যাজাট থানার ওসি শুভাশিস প্রামাণিক ও তদন্তকারী অফিসারকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক। একই সঙ্গে কেন এই সাতজনকে গ্রেফতার করা হয়েছিল, কৈফিয়ৎ চেয়ে মামলার পরবর্তী শুনানির দিন তদন্তকারী অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক৷