শেষ আপডেট: 30th May 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: গড়বেতা থানায় অভিযোগ দায়ের হল ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডুর বিরুদ্ধে।
২৫শে মে রাজ্যে ষষ্ঠ দফায় ভোটের দিন গড়বেতা থানার মোংলাপাতা এলাকায় বিজেপি প্রার্থী ও তাঁর দেহরক্ষীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে এলাকা। আহত হন বিজেপি প্রার্থী ও তাঁর দেহরক্ষীরা। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির প্রার্থী। আর তারপরেই প্রণত টুডুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে গড়বেতা থানার দ্বারস্থ হন স্থানীয় তৃণমূল কর্মী মানিক পাঠান। মানিক পাঠানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গড়বেতা থানায় একটি এফআইআর দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
স্থানীয় তৃণমূল নেতা অসীম সিংহ রায় জানান, মোংলাপাতা এলাকায় একজন মহিলা ভোটার যখন ভোট দিয়ে বেরিয়ে আসছিলেন সেই সময় বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা ওই মহিলা ভোটারকে কটুক্তি করেন এবং তাকে মারধর করেন। তিনি প্রতিবাদ করাতেই গোলমালের সূত্রপাত। ওই মহিলা ভোটারের ভাই স্থানীয় তৃণমূল কর্মী মানিক পাঠান গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল এবং সেখানে অশান্তি পাকানোর লক্ষ্যেই বিজেপি প্রার্থী এবং তাঁর দেহরক্ষীরা এই ঘটনা ঘটিয়েছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারা সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।