শেষ আপডেট: 26th June 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: দলবিরোধী আচরণের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজ করেছিল গেরুয়া শিবির। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ 'ভিত্তিহীন' বলে জানালেন ববি। পাল্টা জবাবি চিঠিতে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
গত মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ডায়মন্ডহারবারে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই ঘটনার আড়ালে ববি রয়েছেন বলেই মনে করে বিজেপি। সাময়িকভাবে দলীয় নেতাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিজেপি-র দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সাত দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে গতকাল মঙ্গলবার সল্টলেকে পার্টি অফিসে গিয়ে জবাবি চিঠি জমা দেন ববি।
অভিজিৎ দাসের দাবি, ‘‘তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগই ভিত্তিহীন। কারণ ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না। বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। প্রয়োজনে সিসিটিভি দেখা হোক।’’
একইসঙ্গে তিনি শোকজের চিঠি হাতে পাওয়ার আগেই কীভাবে মিডিয়ার কাছে খবর পৌঁছে গেল, সেই প্রশ্নও তুলেছেন অভিজিৎ। দলের তরফে যাঁরা এই কাজে যুক্ত তাঁদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে স্পষ্টই ক্ষোভ উগরে দিয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।”
লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে আসে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। গত ১৮ জুন প্রথমে বিষ্ণুপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর যান ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়া। পথে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে অভিজিতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই অভিজিৎ দাসকে বরখাস্তের নোটিস দেওয়া হয়েছে।
গে্রুয়া শিবিরের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, অভিজিতের বিরুদ্ধে পার্টি অফিসে অশান্তি, ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের বৈঠকে যেতে না দেওয়া, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে ইন্ধন সহ একাধিক অভিযোগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হচ্ছে।