শেষ আপডেট: 19th June 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজ করল দল। বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ডায়মন্ডহারবারে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই ঘটনার আড়ালে ববি রয়েছেন বলেই মনে করছে দল। সাময়িকভাবে বিজেপি নেতাকে বরখাস্ত করেছে বিজেপি-র দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। যদিও অভিজিতের দাবি, তিনি কোনও চিঠি পাননি।
লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার রাতে শহরে পৌঁছয় বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার প্রথমে বিষ্ণুপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর যান ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়া। পথে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ।
এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে অভিজিতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি সূত্রের খবর, সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতেই বড় সিদ্ধান্ত নিল দল। অভিজিৎ দাসকে বরখাস্তের নোটিস দেওয়া হয়েছে।
গে্রুয়া শিবিরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিজিতের বিরুদ্ধে পার্টি অফিসে অশান্তি, ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের বৈঠকে যেতে না দেওয়া, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে ইন্ধন সহ একাধিক অভিযোগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। ৭ দিনের মধ্যে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরকে শোকজের জবাব দিতে হবে।