শেষ আপডেট: 18th July 2024 18:02
দ্য় ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন বাতিল করার আর্জিতে দায়ের হল মামলা। পুনরায় ভোটের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। বৃহস্পতিবার ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি।
অভিজিতের দাবি, ডায়মন্ড হারবার কেন্দ্রের বহু জায়গার ইভিএমে বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল। সিসিটিভিও ঘুরিয়ে দেওয়া হয়েছি। ভোটারদের ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরেরও অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭ লক্ষের বেশি ভোটে জিতে রেকর্ড গড়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। অন্যদিকে অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির অভিজিৎ দাস (ববি)-র প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। কিন্তু ববির বক্তব্য, ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট প্রক্রিয়ায় ও গণনায় কারচুপি, রিগিং, সন্ত্রাস করে জিতেছে তৃণমূল।
ডায়মন্ড হারবার প্রথম থেকেই হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র। ২০১৪ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বছরেই ওই কেন্দ্রে তৃণমূল তাঁকেই প্রার্থী করেছিল। এই কেন্দ্রে বিরোধীরা অনেক পরে প্রার্থী দিয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ টালবাহানার পরে তিনি প্রার্থী হননি। অন্য একজনকে এখানে প্রার্থী করা হয়। আলাদা করে প্রার্থী দেয় বামেরা। তরুণ মুখ তরুণ মুখ প্রতীক উর রহমানকে এখানে প্রার্থী করা হয়। স্থানীয় মুখ অভিজিৎ দাসকে প্রার্থী করে বিজেপি।
২০০৯ ও ২০১৪ সালেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়েন অভিজিৎ দাস ববি। নির্বাচনের দিন এই কেন্দ্রে ভোট-হিংসার একাধিক অভিযোগ এনেছিল বিরোধীরা। এবার সেই অভিযোগে মামলা গড়াল হাইকোর্টে। এর আগে একই অভিযোগে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, নিশীথ প্রামাণিক।