শেষ আপডেট: 11th December 2023 22:41
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। এই বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে শুরু হওয়া আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে, এমন উদাহরণও কম নেই। কিন্তু এবার পড়ুয়াদের আন্দোলন রুখতে কড়া নির্দেশিকা জারি করা হল জেএনইউ-তে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা লঙ্ঘন করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
সোমবার জেএনইউ কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য একগুচ্ছ নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও ধরনের আন্দোলন, বিক্ষোভ কিংবা ধর্না করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে যদি বিক্ষোভ-ধর্না হয় তবে সংশ্লিষ্ট পড়ুয়াদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হবে।
শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনওরকম 'দেশবিরোধী' স্লোগান তোলা যাবে না। যদি কোনও পড়ুয়া এমন 'অপরাধ' করেন, তবে তাঁকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমনকী অবস্থার গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হতে পারে।
সদ্য জেএনইউতে ‘স্টুডেন্টস ডিসিপ্লিন অ্যান্ড কনডাক্ট রুল’ ইস্যু হয়েছে। এই বিষয়ে নভেম্বরের ২৪ তারিখে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকেই স্থির হয় নতুন নিয়মাবলীর। সেই মোতাবেকই সোমবার নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভ, ধর্না, দেশবিরোধী স্লোগান ছাড়াও বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের আচরণ নিয়ে নয়া বিধি চালু করা হল। নিয়ম ভাঙলেই বিভিন্ন শাস্তির কথাও বলা হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে।
জেএনইউ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্যই নতুন বিধি চালু করা হচ্ছে। এতদিন পর্যন্ত এই সংক্রান্ত কোনও নিয়ম ছিল না। নতুন নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই পড়ুয়ারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য কোনও আচরণবিধি নেই। কর্তৃপক্ষ তা ঠিক না করেই এভাবে জরিমানা ও শাস্তির কথা জানাল। এহেন সিদ্ধান্ত 'গণতন্ত্রের পরিপন্থী' বলেও দাবি পড়ুয়াদের।