শেষ আপডেট: 24th February 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এমনকী শনিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বক্তৃতা করবেন সুকান্ত। রাজ্য ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে পৌঁছেছে সন্দেশখালির আঁচ। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও আলোচনা হয়েছে এই ইস্যুতে। এবার সেই ইস্যু উঠে আসতে চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
সন্দেশখালির ঘটনায় প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করার পরিকল্পনাও নিয়েছে দল। আগামী মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে এই ধর্না চলবে। ওই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে। এর পরে ১,২ ও ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান রয়েছে। সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদের বারাসতে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। এরই মধ্যে সন্দেশখালি নিয়ে অভিযোগ জাতীয় স্তরে পৌঁছে দিতে দিল্লিযাত্রা সুকান্তর।
শনিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বক্তৃতা করবেন সুকান্ত। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি শনিবার এই সম্মেলনের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরেই শিপ্রা হস্টেলের হলঘরে সন্দেশখালি নিয়ে বক্তৃতা করবেন রাজ্য বিজেপি সভাপতি। এরপর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক রয়েছে। লোকসভা নির্বাচন, সন্দেশখালির পরিস্থিতি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলা সফর নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দুও।
সন্দেশখালিতে কী কী ঘটছে, মহিলাদের উপর নির্যাতনের বিষয় নিয়ে ছাত্র ও অধ্যাপক সমাজকে অবহিত করতে উদ্যোগী বিজেপি। শনিবার সন্ধ্যায় এবিভিপি-র তরফে আয়োজিত সেমিনারের শিরোনাম, ‘শ্যাটারিং সাইলেন্স, আনভেইলিং দ্য রিয়্যালিটি অব পলিটিক্যাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল।’ বক্তা সুকান্ত।
সুকান্ত বলেন, ছাত্রদের সামনে বক্তব্য রাখার পরিকল্পনা করা হয়েছে। সন্দেশখালির পরিস্থিতি থেকে বাংলা কীভাবে বেরিয়ে আসতে পারে, তা নিয়ে আলোচনা হবে। কী অবস্থায় মহিলারা মুখ খুলতে বাধ্য হয়েছেন, সেগুলোও বলা হবে।