শেষ আপডেট: 11th March 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। চার বছর পর আগামী ২৪ মার্চ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভোট হতে যাচ্ছে। শেষবার ভোট হয়েছিল ২০১৯-এ।
আগেরবারের মতো এবারও লড়াই মূলত এসএফআই সহ বাম সংগঠনগুলির সঙ্গে গেরুয়া শিবিরের। আরএসএসের ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদের সঙ্গে ক্যাম্পাস দখল নিয়ে দু'ফায় বড় ধরনের সংঘর্ষ হয়েছে।
২০১৯ -এর ভোটে জেএনইউ'র ছাত্র সংগঠন দখল করেছিল এসএফআইয়ের নেতৃত্বাধীন বাম জোট। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেত্রী ঐশী ঘোষ হন সাধারণ সম্পাদক।
তবে গত পাচঁ বছরে বিদ্যার্থী পরিষদ শক্তি বাড়িয়েছে। ওই সংগঠনের বাড়তি সুবিধা হল, শিক্ষকেরা পরিষদের সদস্য হতে পারেন। জেএনইউতে গত কয়েক বছর যাবত শিক্ষকদের মধ্যেও গেরুয়া প্রভাব বেড়েছে।
২৪ মার্চের ভোট নিয়ে সোমবার জেএনইউর নির্বাচন কমিটি ভোটার তালিকা প্রকাশ করেছে। জেএনইউর আগে দিল্লি এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট হয়েছে। দেশের আরও অনেক রাজ্যে কলেজ - বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ব্যাতিক্রম পশ্চিমবঙ্গ।
বাংলায় ২০১৭ সাল থেকে নির্বাচিত ছাত্র সংসদ নেই। গত বছর আলাদা করে যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে।
কিন্তু বাকি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট নিয়ে সরকারি মহল নানা সময় ইতিবাচক কথা বললেও বাস্তবে কোনও অগ্রগতি নেই। বিরোধী ছাত্র সংগঠনগুলি বারে বারে দাবি তুললেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি।