শেষ আপডেট: 31st May 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো: ভোট পর্বের মধ্যে কর্ণাটকের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতির বিরুদ্ধে গুরুতর অভিযোগে অস্বস্তিতে পড়ে বিজেপিও। সেই মামলায় আগামী ৬ জুন পর্যন্ত রেভান্নার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মাঝরাতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নামেন প্রজ্জ্বল। সেখানে থেকেই তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংসদের রুটিন চেক আপ হয়। দুপুরে আদালতে তোলা হলে অভিযুক্ত প্রাক্তন জেডিএস নেতাকে দু'সপ্তাহের জন্য হেফাজতে চায় পুলিশ। শেষপর্যন্ত আদালত জানায়, আপাতত ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন রেভান্না। ফলে ৪ জুন লোকসভা ভোটের ফলের দিনও রেভান্নাকে জেলেই থাকতে হবে।
পুলিশ জানিয়েছে, রেভান্নার মোবাইল ফোনটি পরীক্ষা করে তাঁর কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক তদন্তে পাঠানো হবে। যদিও এদিন তাঁরা আইনজীবীরা দাবি করেন , একদিনের বেশি অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার দরকার পড়বে না। কিন্তু শেষপর্যন্ত আদালত সেই দাবি মানেনি।
এর আগে দু'বার ভারতের টিকিট কেটেও তা বাতিল করে দিয়েছিলেন প্রজ্জ্বল। তাই তিনি আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন করার পর থেকেই পরিষ্কার হয়ে যায়, এবার সম্ভবত দেশে ফিরছেন প্রজ্জ্বল রেভান্না। যদিও আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে দেশে পা রাখতেই গ্রেফতার হন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।
বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর সেক্স টেপও ফাঁস হয়। তবে এখনও পর্যন্ত দুটি নির্দিষ্ট যৌন নির্যাতনের এফআইআর হয়েছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। এসবের মাঝেই হাসানের সাংসদ এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রেরই জনতা দল সেকুলারের প্রার্থী প্রজ্জল দেশ ছেড়ে 'পালিয়ে' যান জার্মানি। তিনি এতদিন মিউনিখে ছিলেন।