শেষ আপডেট: 31st May 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণসহ একাধিক যৌন নির্যাতনে অভিযুক্ত লোকসভা ভোটে কর্নাটকের হাসানের এনডিএ শরিক দল জেডিএসের প্রার্থী প্রজ্জ্বল রেভান্নাকে আদালতে তুলল বিশেষ তদন্তকারী দল। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলকে কর্নাটক পুলিশের সম্পূর্ণ মহিলা অফিসার নিয়ে গঠিত একটি টিম গ্রেফতার করে। শুক্রবার দুপুরে আদালতে তোলার আগে বিশেষ তদন্তকারী দল বা সিট রেভান্নাকে বাউরিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায়। অসংখ্য ধর্ষণের অভিযোগ ওঠায় বিদায়ী সাংসদের যৌন ক্ষমতা নির্ধারণ পরীক্ষা করা হবে বলে সূত্রে জানা গিয়েছে।
এদিনই সিট প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নাকে জামিনের চ্যালেঞ্জ জানিয়ে একটি আর্জি জমা দিয়েছে। তদন্তের স্বার্থে জেডিএস বিধায়ক তথা দেবগৌড়া পুত্রকে হেফাজতে চেয়েছে পুলিশ। একইসঙ্গে প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নাকে ১ জুন সিটের সামনে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে। তাঁকে আগামিকাল বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা।
প্রজ্জ্বলের আইনজীবী বলেছেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন তাঁর মক্কেল। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর নির্যাতিতা মহিলাদের নির্ভয়ে এগিয়ে এসে অভিযোগ জানানোর আবেদন জানিয়েছেন। অভিযোগকারিণীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে, আইনজীবী মারফত প্রজ্জ্বল রেভান্না বলেছেন, তিনি আইনের মুখোমুখি হতে তৈরি। আইনজীবী জানান, নিজের কথা রাখতে চান প্রজ্জ্বল। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, আপনারা আগাম কোনও বিচার করে ফেলবেন না। সত্য প্রকাশ করুন।
এদিকে, অজস্র ধর্ষণ, যৌন নিগ্রহ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল রেভান্না যৌন সক্ষম কতটা, তা পরীক্ষা করার চিন্তাভাবনা করছে সিট। এই পরীক্ষায় একজন ব্যক্তির শুক্রাণু গণনা ও তার কার্যক্ষমতা এবং শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।