শেষ আপডেট: 11th May 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির মামলায় এবার গ্রেফতার হলেন বিজেপি নেতা দেবরাজে গৌড়া। শুক্রবার রাতে শ্লীলতাহানি এবং যৌন হেনস্তার অভিযোগে আইনজীবী দেবরাজে গৌড়াকে চিত্রদুর্গা জেলার হিরিয়ুর থানার পুলিশ গুলিহাল টোল গেটের কাছে গ্রেফতার করে।
এক মহিলা অভিযোগ করেন, দেবরাজে তাঁকে শারীরিক লাঞ্ছনা করেছেন এবং ভয় দেখিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। যদিও দেবরাজে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল এফআইআর হয়। অভিযোগে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি হাসানে নির্যাতিতার বাড়িতে ঢুকে তাঁকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানি করা হয়। প্রসঙ্গত, জনতা দল সেকুলারের বহিষ্কৃত নেতা তথা হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ভিডিও ফাঁস করার ব্যাপারে হাত ছিল দেবরাজে গৌড়ার।
কে দেবরাজে গৌড়া?
দেবরাজের দাবি, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে গতবছর তিনিই প্রথম বিজেপি নেতৃত্বকে সতর্ক করেছিলেন। ২০২৩ সালের কর্নাটক বিধানসভা ভোটে প্রজ্জ্বলের বিধায়ক বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দেবরাজে। শনিবার আদালতে তোলা হবে দেবরাজেকে। প্রজ্জ্বলের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করতে পারে দেবরাজেকে।