শেষ আপডেট: 15th May 2024 14:58
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মামলায় সিট গঠন করে চলছে তদন্ত। অভিযোগ, তদন্তকারীদের ফাঁকি দিতে বিদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছে কর্নাটক সরকার। বুধবার গভীর রাতে নাকি দেশে ফিরতে পারেন অভিযুক্ত রেভান্না! মঙ্গলবার থেকে এমনই গুঞ্জন উঠেছে।
বিমানবন্দর সূত্রের দাবি, মিউনিখ থেকে বেঙ্গালুরুগামী এক বিমানের বিজনেস ক্লাসে টিকিট কেটেছেন প্রজ্জ্বল। বুধবার রাত সাড়ে ১২টায় ভারতে পৌঁছবে প্রজ্জ্বলের বিমান। প্রজ্জ্বল যেদিন জার্মানি যাওয়ার টিকিট কেটেছিলেন সেদিনই তিনি দেশে ফেরার টিকিটও কাটেন বলে শোনা যাচ্ছে। তবে কি বিমানবন্দরে নামতেই গ্রেফতার হতে চলেছেন সাংসদ, সেই নিয়েই চলছে জল্পনা।
লোকসভা ভোট চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিযোগ, বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন তিনি।
পুলিশে অভিযোগ দায়ের করে এক মহিলার প্রজ্জ্বলের বিষয়টি সকলের সামনে আনেন। তাঁর অভিযোগ, তিনিও রেভান্নার দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে তাঁকে একাধিকবার যৌন হেনস্থা করেছেন রেভান্না। মহিলারা আরও অভিযোগ, ভিডিয়ো কলে তাঁর মেয়ের সঙ্গে আকারে ইঙ্গিতে কুরুচিকর মন্তব্য করেছেন রেভান্না। ওই মহিলা অভিযোগ তুলছেন প্রজ্বল রেভান্নার বাবা তথা বিধায়ক এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রজ্বল দাবি করেছেন, ভিডিওগুলি ভুয়ো, এডিট করে তৈরি করা হয়েছে।
এদিকে ৩৩ বছর বয়সী জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে জোটসঙ্গী বিজেপি। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে তোপ দাগতে ছাড়েনি কংগ্রেস। এপ্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, "৪০০ মহিলার ধর্ষককে ভোটে জেতাতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী।"
অন্যদিক, গত ২৯ এপ্রিল প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাকে গ্রেফতার করেছিল পুলিশ। এক মহিলাকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ১৪ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন রেভান্না। শেষে গত সোমবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি।