শেষ আপডেট: 20th October 2023 18:11
দ্য ওয়াল ব্যুরো: ক’দিন আগেই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবেই পরিচিত এই পুজো। সে দফায় শাহকে আমন্ত্রণ জানিয়েও হতাশ হতে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সজলের পুজোর উদ্বোধন সেরে ফের দিল্লি ফিরেছিলেন শাহ।
সূত্রের খবর, শনিবার দুর্গা পুজোর সপ্তমীতে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। দলীয় সূত্রের খবর, নাড্ডাকে দিয়ে নিজের লোকসভা এলাকা বালুরঘাটের পুজোর উদ্বোধন করাতে চেয়েছিলেন সুকান্ত। জানানো হয়েছিল আমন্ত্রণও। তবে শেষ পাওয়া খবর অনুযাযী, শাহের পথ অনুসরণ করে সুকান্তকে নিরাশ করতে চলেছেন নাড্ডাও।
কলকাতায় পুজোর উদ্বোধনে এলেও সুকান্ত মজুমদারের আমন্ত্রণে সাড়া দিয়ে এদফায় বালুরঘাট যাবেন না নাড্ডা। অন্তত, বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি তেমনটাই জানাচ্ছে। দলীয় সূত্রে খবর, সপ্তমীর সকালে কলকাতায় এসে ফের দুপুরের বিমানেই দিল্লি ফিরে যাবেন জে পি নাড্ডা। তিনটি পুজোতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
দলীয় সূত্রের খবর, প্রথমে হাওড়া শহরের বেলিলিয়াস রোডের একটি পুজোতে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে শহরের শোভাবাজার রাজবাড়ি হয়ে তিনি যাবেন নিউ মার্কেট সর্বজনীনের পুজো মণ্ডপে। ঝটিতি সফরে তিনটি উদ্বোধন সেরেই দ্রুত দিল্লি ফিরবেন তিনি। অর্থাৎ বালুরঘাট যাওয়ার কোনও পরিকল্পনা নেই।
স্বভাবতই, বিষয়টি ঘিরে শোরগোল তৈরি হয়েছে বিজেপির অন্দরেই। সূত্রের খবর, শুভেন্দুর অনুরোধেই সজল ঘোষের পুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। সেখানে দলের রাজ্য সভাপতির ডাকে শাহ কিংবা নাড্ডা কেউই সাড়া না দেওয়ায় বিষয়টি সুকান্তর পক্ষে যথেষ্ট হতাশজনক বলেই মনে করছেন দলের একাংশ। তবে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সুকান্তর কোনও প্রতিক্রিয়া মেলেনি।