শেষ আপডেট: 14th November 2023 19:29
দ্য ওয়াল ব্যুরো: 'নাড্ডার আপ্ত সহায়ক বলছি'! মোবাইল ধরতেই ওপাশ থেকে ভেসে এসেছিল ভারিক্কি কণ্ঠস্বর। ‘দলের সর্বভারতীয় সভাপতির আপ্ত সহায়কে’র ফোন পেয়ে ঘাবড়েই গিয়েছিলেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া।
টেলিফোনের ওপার থেকে দলীয় অনুষ্ঠানের জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ছদ্মবেশী ওই ব্যক্তি। কারও সঙ্গে শলা পরামর্শ করা ঠিক হবে কিনা, দ্বন্দ্বের মাঝেই পরের দিন অনলাইনে দাবি মতো টাকাও পাঠিয়ে দিয়েছিলেন বিধায়ক।
বিধায়কের কথায়, “টাকা পাঠানোর পরই খটকা লাগে! দলের সর্বভারতীয় নেতা এভাবে টাকা চেয়ে পাঠাবে! বুঝতে পারি প্রতারণার ফাঁদে পড়েছি।”
সূত্রের খবর, বিষয়টি পাঁচ কান হলে লোকে যদি হাসাহাসি করে, এই ভেবে প্রথমে বিষয়টি নিয়ে চুপচাপই ছিলেন বিধায়ক। এদিকে এতগুলো টাকা এভাবে প্রতারকের কাছে চলে যাওয়ায় বিষয়টি মেনেও নিতে পারছিলেন না। অবশেষে ঘটনার মাস খানেক পরে থানার দ্বারস্থ হন অশোকবাবু।
চলতি বছরের গত মার্চের ওই ঘটনার তদন্তে নেমে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ গুজরাট থেকে দু’জনকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত অর্জুন ও প্রজাপতিকে বনগাঁয় নিয়ে আসে পুলিশ। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ জানার চেষ্টা করছে পুলিশ। তবে বিধায়কের টাকা এখনও উদ্ধার হয়নি।