শেষ আপডেট: 29th August 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা বিধানসভা ভোটের মুখে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বৃহস্পতিবার দলের সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রনৌতকে বাড়িতে ডেকে ধমকে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কয়েকদিন আগে হিমাচল প্রদেশের মান্ডির লোকসভা সদস্য কঙ্গনার ওই আপত্তিজনক মন্তব্য নিয়ে দূরত্ব বজায় রাখার কৌশল নেয় বিজেপি নেতৃত্ব।
তারপর এদিন সকালে হরিয়ানা বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার আগে নাড্ডার ডাকে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন 'কুইন'। সূত্রে জানা গিয়েছে, বিজেপি সভাপতি কঙ্গনার এহেন আচরণে যারপরনাই রুষ্ট হয়েছেন। এবং সোজাসুজি অতি কথা বলায় অভ্যস্ত অভিনেতাকে এক্তিয়ারের বাইরে বেরিয়ে কথা না বলার নির্দেশ দিয়েছেন।
রাজনীতির পরিসরে আসার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত এই অভিনেত্রী একের পর এক নিশানা করে গিয়েছেন বিরোধীদের। যাদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আছেন। তারপর প্রত্যাশামতোই রাজনৈতিক অভিষেকের ম্যাচে একেবারে মান্ডি লোকসভা কেন্দ্রের টিকিট হাতে পাওয়ার পর থেকে ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। যা নিয়ে বিজেপি নেতাদের একাংশ গোড়া থেকেই মনোক্ষুণ্ণ ছিলেন।
কিন্তু, সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন কঙ্গনা। যাতে তিনি এই আন্দোলনকে খাটো করে দেখানোর চেষ্টা করেন। তাঁর এই পোস্ট নিয়ে রাহুল গান্ধী থেকে শুরু করে বহু মানুষই বিরোধিতা করেন। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়া বিজেপি দূরত্ব বজায় রাখে মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তারপরেই শীর্ষ মহল থেকে ঠিক হয়, কঙ্গনার এহেন আচরণে কৃষক আন্দোলনের আঁতুড়ঘর হরিয়ানা বিধানসভা ভোটে প্রভাব পারতে পারে। তাই কঙ্গনা রনৌতকে তাঁর গণ্ডি সম্পর্কে সমঝে দেওয়া প্রয়োজন।
সে কারণেই এদিন সকালে নিজের বাসভবনে কঙ্গনাকে ডেকে পাঠান জেপি নাড্ডা। হরিয়ানা বিজেপির কোর কমিটির সঙ্গে তাঁর বৈঠকের কথা ছিল। তার আগেই নাড্ডার তলবে কঙ্গনা হাজির হন সেখানে। দুজনের মধ্যে প্রায় আধঘণ্টা কথা হয়েছে। সূত্রে জানা গিয়েছে, রাজনীতিতে নবাগতা নেত্রীর যখন-তখন মন্তব্য করাকে ভালো চোখে দেখছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই রনৌতকে সোজাসুজি মুখে কুলুপ আঁটতে নির্দেশ দেন নাড্ডা।