শেষ আপডেট: 28th June 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। এমনই অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয় বিজেপি। পরিস্থিতি
খতিয়ে দেখতে রাজ্যে বিশেষ প্রতিনিধি দল পাঠায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বাংলা ঘুরে সেই টিম বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে।
পশ্চিমবঙ্গের পরিস্থিতির খোঁজ খবর নিতে কমিটি গঠন করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে সেই টিমে ছিলেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। গত ১৭ জুন রাজ্যে পা রাখে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে গ্রাউন্ড জিরোর পরিস্থিতি খতিয়ে দেখেন টিমের সদস্যরা। এরপর শুক্রবার দিল্লিতে নাড্ডার কাছ রিপোর্ট জমা দেন তাঁরা। এদিকে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট হাতে পেতেই রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে নাড্ডা দাবি করেন, "রাজ্য সরকার কার্যত নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।" ভোট পরবর্তী হিংসার ঘটনায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। ‘ঐক্যবদ্ধ’ হয়েই গেরুয়া শিবির এই পরিস্থিতির প্রতিবাদ করে যাবে বলে জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতা।
বিজেপির দাবি, ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার শিকার হচ্ছেন দলীয় কর্মীরা। জখম হয়েছেন বহু বিজেপি কর্মী-সমর্থক, ঘরছাড়া বেশ কয়েকজন। 'আক্রান্ত' দের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়েই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মোট সাত দফা সুপারিশ জমা দিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। সেই রিপোর্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানো, দলীয় অফিসগুলিতে নিরাপত্তার ব্যবস্থা সহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে।
বিজেপি সূত্রের খবর, সংশ্লিষ্ট রিপোর্টে আক্রান্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পরামর্শও দেওয়া হয়েছে। একইসঙ্গে বিজেপি কর্মীদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।