শেষ আপডেট: 14th October 2023 11:24
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধের এক সপ্তাহের মুখে প্রাণ গেল এক সাংবাদিকের। তিনি সংবাদ সংস্থা রয়টার্সের ভিডিও সাংবাদিক। একই জায়গায় গুরুতর আহত হয়েছেন সংবাদ সংস্থা এএফপি এবং টিভি চ্যানেল আল জাজিরার ৬ সাংবাদিক।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটে ইজরায়েল-লেবানন সীমান্তে। আহত এক সাংবাদিক জানিয়েছেন, তাঁরা দল বেঁধে সীমান্তের আলমা আল সাহাব নামে একটি গ্রামে গিয়েছিলেন যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে। সেই সময়ে ইজরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়ে যায়। দু পক্ষই মর্টার ছুঁড়তে শুরু করে। তাঁরাও হামলার মাঝে পড়ে যান।
রয়টার্স এক বিবৃতিতে বলেছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ভিডিও সাংবাদিক ঈশান আব্দালহ যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। তিনি দক্ষিণ লেবাননে রয়টার্স টিমে কর্মরত ছিলেন।
আল জাজিরা জানিয়েছে, তাদের দুজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ইজরায়েলি বিমান তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে, জানিয়েছে এই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, ইজরায়েলি সেনার বক্তব্য, লেবাননের দিক থেকে অনুপ্রবেশের একটি চেষ্টা তারা সাফল্যের সঙ্গে ব্যর্থ করে দিয়েছে। সাংবাদিকদের তারা ভুল করে নিশানা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ। তবে সেই সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে ইজরায়েলি সেনার এক্স হ্যান্ডেলে দেওয়া বয়ানে। তারা বলেছে, ইজরায়েলের বিমান শুক্রবার রাতে দূর নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহার করে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাংবাদিকেরা সেই হামলার শিকার হলেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।