শেষ আপডেট: 19th October 2023 17:25
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের অমানবিক হামলায় বিধ্বস্ত প্যালেস্তাইনের গাজা উপত্যকায় মানবিক সাহয্যের ডাক দিলেন মিশরের ফুটবল রাজপুত্র মহম্মদ সালাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় অবরুদ্ধ গাজায় অবিলম্বে মানবিক সাহায্যের দাবি জানিয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড ।
ভিডিও বার্তায় তিনি ইজরায়েল এবং হামাসের হিংসা বন্ধের আর্জি জানিয়েছেন। সালাহ বলেছেন, ‘এমন কথা বলা সব সময় সহজ নয়। এখানে অনেক বেশি হিংসার ঘটনা ঘটেছে। অত্যন্ত হৃদয়বিদারক বর্বরতার ঘটনা ঘটেছে। সব জীবনই পবিত্র এবং প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে।’
নামী তারকা আরও জানিয়েছেন, ‘গণহত্যা বন্ধ করা দরকার। পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে। এখন এটি পরিষ্কার যে, অবিলম্বে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দিতে হবে। সেখানকার মানুষ ভয়ানক অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।’
এর আগে গত এক সপ্তাহ ধরে গাজা ইস্যুতে কোনও মন্তব্য করেননি সালাহ। ফলে তাঁর মিশরীয় ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। কেউ কেউ সালাহকে টুইটার ও ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছিলেন।
গত মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ইজরায়েলি হামলার ঘটনার সমালোচনায় সালাহ বলেছেন, হাসপাতালের দৃশ্যগুলো সত্যিই ভয়ঙ্কর। গাজার জনগণের জরুরীভাবে খাবার, জল এবং চিকিৎসা সরবরাহ প্রয়োজন। আমি সকল উন্নত দেশগুলিকে জানাচ্ছি সবাই পাশে থাকুন গাজার।
গাজার স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩ হাজার ৪৭৮ প্যালেস্তাইন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৫ জন। এরপর গাজায় যেন কোনও ধরনের মানবিক সাহায্য পৌঁছানো না যায় সেজন্য পুরো অঞ্চলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ইজরায়েল।