শেষ আপডেট: 4th April 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে তাঁর সরকারের দুর্বল অবস্থান নিয়ে আগেই দেশে গুরুতর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বড় ধরনের ধাক্কা খেলেন তাঁর দেওয়া ইফতার পার্টিতে। হোয়াইট হাউসে আয়োজিত ইফতার মুসলিম অতিথিদের বেশিরভাগই বয়কট করেন। প্রেসিডেন্টের নামে পাঠানো আমন্ত্রণপত্রের এমন পরিণতি নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বাইডেন প্রশাসন।
বয়কটের পথে না হেঁটে যাঁরা ইফতারে যোগ দেন, তাঁদেরও ছিল মুখ ভার। অনেকেই প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মোবাইলে ছবি ও ভিডিও দেখিয়ে বলেন, কীভাবে ইজরায়েলি সেনা গাজা ভূখণ্ডে অত্যাচার চালাচ্ছে। নিরীহ নারী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধাদেরও রেহাই দিচ্ছে না। এই পরিস্থিতিতে আমেরিকার সক্রিয়তার অভাব নিয়ে সরব হন অনেকেই।
হোয়াইট হাউস সব ধর্মের প্রধান উৎসবগুলি পালন করে। যেমন দীপাবলিতে আলোয় সাজানো হয় সরকারি ভবনগুলি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন মন্ত্রকের শীর্ষ কর্তা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
প্রতিবারের মতো এবারও ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসের তরফে। অনুষ্ঠান শুরু হতে দেখা যায় অতিথিদের উপস্থিতির হার কম। আমেরিকার রাজনীতি, শিক্ষা, সাহিত্য, শিল্প-ব্যবসার সঙ্গে যুক্ত মুসলিম সমাজের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের অনেকেই যোগ দেননি। যা ছিল গতবারের থেকে সম্পূর্ণ ভিন্ন ছবি। অবশ্য ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের কারণে হোয়াইট হাউসে এবার আয়োজন ছিল সাদামাটা।
থায়ের আহমেদ নামে একজন প্যালেস্তেনিয় মার্কিনি চিকিৎসক ইফতার পার্টি থেকে মাঝপথে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আমার সম্প্রদায়ের মানুষের দুর্দশার কথা বিবেচনায় রেখে আমি বেরিয়ে এসেছি।’ তিনি গত জানুয়ারিতে প্যালেস্তাইনে ছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্যালেস্তাইনে দুর্ভিক্ষের ছবিটা আমি কীভাবে আপনাদের কাছে বর্ণনা করব। সেখানে এক টুকরো রুটির জন্য মানুষ হামলে পড়ছে।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিনে জিন পিয়েরে ইফতার পার্টি ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘ইফতার জমায়েতে অনেকেই প্যালেস্তাইন পরিস্থিতির জন্য উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন।’
সেই সঙ্গে তিন জানান, প্রেসিডেন্ট বাইডেন প্যালেস্তাইনের মানুষের বেদনা অনুভব করেন। মার্কিন প্রশাসন যুদ্ধ থামাতে যথাসাধ্য করেছে। যদিও মার্কিন মিডিয়ার খবর, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে বাই়ডেনের দুর্বল অবস্থান নিয়ে দেশে মুসলিম, কৃষ্ণাঙ্গ সম্প্রদায় এবং যুব সমাজ অত্যন্ত বিরক্ত।