শেষ আপডেট: 11th December 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি বন্দিদের জীবিত ফেরানো হবে না বলে হুমকি দিয়েছিল হামাস। আর তারপরই দক্ষিণ গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল।
সোমবার সকাল থেকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইজরায়েলি সেনা ফের হামলা শুরু করেছে। এদিকে ইজরায়েলের সেনা একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে সুড়ঙ্গের খোঁজ করার সময়ে বাড়িটিকেই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে দাবি করে প্যালেস্টাইনের আর এক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জেহাদ।
গাজায় ক্রমশ ‘কোণঠাসা’ হচ্ছে হামাস, এই দাবির পর দিনই ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী। সেই সম্পর্কিত অস্ত্র সমর্পণের ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। যেখানে হুঁশিয়ারির সুরে মুখপাত্র আবু ওবেইদা জানিয়েছিলেন, তাঁদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কোনও বন্দি গাজা থেকে বেঁচে ফিরতে পারবে না। ওবেইদা একথাও বলেন, “শত্রুপক্ষের লক্ষ্যই হল আমাদের প্রতিরোধ ভেঙে ফেলা। কিন্তু আমরা আমাদের মাটি রক্ষা করতে এই পবিত্র লড়াই চালিয়ে যাব। বর্বর দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ছাড়া কোনও উপায় নেই।”
রবিবার ইজরায়েল সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের ইয়ারুন, রমিশ এবং আইতা আল-শাব গ্রামে হামলা চালায় ইজরায়েল। যদিও কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না প্রাথমিকভাবে জানা যায়নি। ইজরায়েলের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে ওই হামলা চালিয়েছে বলে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা ইজরায়েলি বিমান হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, দক্ষিণ লেবাননে ব্যাপক বিস্ফোরণ ঘটছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৩০০ জনের। ৫ ডিসেম্বর পর্যন্ত নিহত প্যালেস্তাইনির সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মাঝে ৭ দিন যুদ্ধবিরতি পর গত ১ ডিসেম্বর থেকে ফের যুদ্ধ শুরু হয়। মাঝের ওই এক সপ্তাহে হামাস ১০৫ জন বন্দিকে মুক্তি দিয়েছিল। তার মধ্যে ৮০ জন ছিলেন ইজরায়েলের। অন্যদিকে, ২৪০ জন প্যালেস্তাইনিকে মুক্তি দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ