শেষ আপডেট: 14th October 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: গাজা ছাড়ার মুখে ইজরায়েলি বিমান হানায় নিহত হয়েছেন জনা ৭০ জন প্যালেস্তাইনের বাসিন্দা। একটু আগে এই বিমান হানার ঘটনা ঘটেছে, জানিয়েছে প্যালেস্তাইন প্রশাসন এবং হামাস। আহত হয়েছেন কয়েকশো নাগরিক। ইজরায়েল এখনও এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দেয়নি।
গত বৃহস্পতিবার ইজরায়েলি সেনা গাজার সাধারণ নাগরিকদের দক্ষিণ প্রান্তে সরে যেতে বলে। ইজরায়েলি সেনার পদাতিক বাহিনীর অভিযান শুরুর আগে রুটিন সতর্কতা হিসেবে এই বার্তা দেওয়া হয়, যা কার্যকর করা কোনওভাবেই সম্ভব ছিল না, জানিয়েছিল রাষ্ট্রসংঘ। ১০ লাখ মানুষকে সরানোর প্রস্তাবকে অবাস্তব বলেছিল আন্তর্জাতিক সংস্থাটি।
অন্যদিকে, হামাস নাগরিকদের গাজা ছাড়তে নিষেধ করে। কিন্তু রাষ্ট্রসংঘ বা অন্য কোনও আন্তর্জাতিক সংস্থা পদক্ষেপ না করায় প্রাণ বাঁচাতে শহর শুক্রবার রাতে শহর ছাড়া করে বহু নাগরিক। তাদের উপর বিমান থেকে বোমা ফেলে ইজরায়েলের বিমান। তাদের পদাতিক বাহিনীও অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান বাহিনী ও পদাতিক সেনার হামলা থেকে স্পষ্ট পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছেন তা শুরু হয়ে গিয়েছে।