শেষ আপডেট: 24th July 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ইসলামপুরে খুন হলেন এক তৃণমূল কর্মী। তাঁকে খুনের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দলের জেলা নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে কোনওভাবেই রাজনীতির যোগ নেই। জমি নিয়ে বিবাদ চলছিল। তারই জেরে খুন হয়েছেন দলের ওই কর্মী।
জমি নিয়ে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর। জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমুল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আহত হন ৫ থেকে ৭ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে। এখনও তীব্র উত্তেজনা রয়েছে কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার মোলানিতে। যাঁকে মারা হয়েছে, তিনিও তৃণমূলেরই কর্মী।
জানা গেছে, কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকায় একটি বিতর্কিত জমির দখল নিয়ে এদিন সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ফারাজের সঙ্গে ফইজুল নামে এক ব্যক্তির সংঘর্ষ বাধে। সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা মজিবুর নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। তারা ইতিমধ্যেই অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ফারাজ সহ ৫ জনকে আটক করেছে। রাজ্যজুড়ে গণপিটুনিতে মৃত্যু, দলের নেতাদের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় শাসকদল অস্বস্তিতে পড়লেও কিছুতেই যেনও আইনের শাসনে বেঁধে রাখা যাচ্ছে না বাহুবলী নেতাদের।
ঘটনায় কড়া পদক্ষেপ করছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। দোষীদের কাউকে রেয়াত না করার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশের কর্তারা।