শেষ আপডেট: 13th July 2024 23:10
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরিয়েছে। তাতে ৪-০ ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর এই ভোটের ফল বেরনোর পরই রাজ্যে চলল গুলি। মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার, আহত আরও একজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
স্থানীয় সূত্রে খবর, হামলার সময়ে ওই দুই তৃণমূল নেতা লীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা তাঁদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই এক তৃণমূল নেতার মৃত্যু হয়। মৃতের নাম বাপি রায় বলে জানা গেছে। অন্যজন মহম্মদ নামের ব্যক্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ৯-১০ জনের একটি দল ঘিরে ধরে তাঁদের ওপর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানানো হয়েছে, আহত তৃণমূল নেতাকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।