শেষ আপডেট: 15th July 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: বামনেতা মহম্মদ সেলিমের পোস্ট থেকে প্রকাশ্যে এসেছিল চোপড়ার জেসিবির ঘটনা। পরে এই বামনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা। এবার সেই মামলাই প্রত্যাহার করতে সোমবার এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বামকর্মী সমর্থকরা। পুলিশ তাদের আটকাতে গেলে ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।
সোমবার ইসলামপুরের এসপি অফিস ঘেরাওয়ের কথা আগেই জানিয়েছিল সিপিএম। সেইমতো এদিন দুপুরে বামেরা মিছিল বের করে। তারপর সেই মিছিল এসপি অফিসের দিকে এগোতে থাকে। ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ সুপারের অফিসের দিকে এগোতেই পুলিশ বামেদের মিছিল ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। সেই সময়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। শুরু হয় ধস্তাধস্তি। এরপরেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে শুরু করে।
৩০ জুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চোপড়াকাণ্ডের সেই ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড়া শুরু হয়। সেই ঘটনার ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এর কয়েকঘণ্টা পরেই জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে গ্রেফতার করে ইসলামপুর থানা।
চোপড়ার পুলিশ সুপার জানিয়েছিলেন, এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আনার জন্য বাম নেতা মহম্মদ সেলিম ও বিজেপি নেতা অমিত মালবীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা।