শেষ আপডেট: 11th August 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মদ্যপ অবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকে কোষিয়ে চড় মারার অভিযোগ উঠেছিল ইসলামপুর থানার এক এএসআইয়ে বিরুদ্ধে। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রশাসন। তাকে ক্লোজ করা হয়েছে।
শুক্রবার আনুমানিক রাত পৌনে এগারোটা নাগাদ ইসলামপুর বাস স্ট্যান্ডে এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহম্মেদ। সেই সময় দোকানের সামনে কেন গাড়ি রেখে ছিলেন ওই যুব নেতা। অভিযোগ, তখনই মদ্যপ অবস্থায় সেখানে এসে পৌঁছন ওই পুলিশকর্মী। গাড়ি রাখা নিয়ে যুব নেতার সঙ্গে বচসা শুরু করেন। তারপরে যুব নেতার গালে চড় কোষান। পুলিশ কর্মীর এমন 'দাদাগিরি'তে হইচই এলাকা জুড়ে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার ইসলামপুর থানার পুলিশের দিদিগিরি ধরা পড়েছে। সাধারণ মানুষ শুধু নয়, সংবাদমাধ্যমের কর্মী ও জনপ্রতিনিধিরা তাদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন।
পরে ঘটনাটি নিয়ে জেলা পুলিশ সুপারকে নালিশ জানিয়ে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহম্মেদ। তারপরে ওই পুলিশ অফিসের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। সেখান থেকেই ব্যবস্থা নিয়েছে।