শেষ আপডেট: 16th July 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ফের তৃণমুল নেতাকে খুনের চেষ্টা। ঘটনাস্থল সেই ইসলামপুর। এবার বোমা মেরে খুনের চেষ্টা হল পঞ্চায়েত সদস্যার স্বামীকে। বরাত জোরে প্রাণে বাঁচলেন তিনি।
অভিযোগ, সোমবার গভীর রাতে চোপড়া বিধানসভার অন্তর্গত ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা লাকি পারভিনের বাড়িতে দুষ্কৃতীরা একাধিক বোমা ছোড়ে। কোনও রকমে প্রাণে বেঁচে যান পঞ্চায়েত সদস্যার স্বামী ফারিয়াদ আলম। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কাউকেই এখনও পাওয়া যায়নি।
শনিবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাপি রায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই ইসলামপুরেই পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল। পরপর এই ধরনের ঘটনায় আতঙ্কিত শাসকদলের কর্মী সমর্থকরা।
গত পঞ্চায়েত নির্বাচনে চোপড়া বিধানসভার অধীন এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে শাসকদলের কোন্দল এতটাই তীব্র ছিল যে কাউকেই টিকিট দেওয়া হয়নি। সবাই লড়াই করেছিলেন নির্দল হয়ে। বিরোধীদের দাবি, কানাইয়ালাল আগরওয়াল ও হামিদুল ইসলামের অনুগামীদের মধ্যেই এই বিবাদ। নির্দল হয়ে জিতে ওই পঞ্চায়েত দখল করেন কানাইয়ালালের অনুগামীরা। আবার চোপড়া বিধানসভার অধীন কমলাগাঁও-সুজালি ও গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাহুবলীদের দাপট এতটাই বেশি যে আতঙ্কিত এলাকার শাসকদলের নেতাকর্মীরাও। জেসিবি গ্রেফতারের পর চোপড়া ও ইসলামপুরে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।