শেষ আপডেট: 3rd June 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে বুধবার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে। তার আগে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন ইরফান পাঠান। তিনি আমেরিকায় থাকবেন ধারাভাষ্য দেওয়ার কাজে।
ভারতীয় দলের শক্তি নিয়ে আশাপ্রকাশ করলেও ইরফান দলের ভারসাম্য প্রসঙ্গে চিন্তিত। ভারতের অন্যতম সেরা প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘ভারতীয় দলে সবচেয়ে বড় সমস্যা, দলের তিন সিনিয়র তারকা। রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব যদি বোলিং করতে পারত, তা হলে কোনও সমস্যা ছিল না। কিন্তু ওরা সেটা পারে না বলেই আমি বলতে বাধ্য হচ্ছি ওঁদের জন্য দলটি ভারসাম্য হারিয়েছে। দলটাকে পঙ্গু করে দিয়েছে।’’
ইরফানের মতে, ‘‘টি ২০ বিশ্বকাপে সব বড় দলেই অলরাউন্ডারের সংখ্যা অনেক বেশি। আমরা অস্ট্রেলিয়া দল নিয়ে কথা বলি, কিন্তু ইংল্যান্ড দলে মোট সাতজন অলরাউন্ডার রয়েছে। টি ২০ ক্রিকেটে শুধু ব্যাটিং করলে হবে না, সবটা দরকার।’’
শিবম দুবে, অক্ষর প্যাটেল কিংবা যশস্বী জয়সোয়ালের মতো তরুণরা রয়েছেন, যাঁরা ব্যাটের পাশে বোলিংও করতে পারেন। ইরফান বলছেন, ‘‘দলে আরও ভারসাম্য আসত যদি রোহিতরা বোলিংয়েও দলকে সহায়তা করতে পারত। আর যশস্বী ও শিবমরা আইপিএলে বোলিং না করলেও নেটে প্রচুর বোলিং করছে, এতে দলের লাভ হবে।’’