শেষ আপডেট: 4th June 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: দুই ভাইয়ের মধ্যে দারুণ সম্পর্ক। একে অপরে পাশাপাশি থাকলে সবসময় খুনসুটি লেগেই রয়েছে। সেই বড় ভাই যখন জিতে যায়, সেইসময় উচ্ছ্বাসে গা ভাসান ইউসুফ পাঠান।
মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন ইউসুফ এক লাখের বেশি ভোটে। সেই নিয়ে ক্রীড়ামহলে উচ্ছ্বাস। নয়া সাংসদ হতে চলেছেন ৪১ বছরের ভারতের বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য।
ইউসুফের জয়ে উল্লসিত ইরফান। তিনি ভোটের ফল ঘোষণার পরেই ট্যুইট করেছেন। সেখানে ভারতের প্রাক্তন নামী অলরাউন্ডার লিখেছেন, ‘‘ভাই, তোমার মহৎ উদ্দেশের প্রতি শ্রদ্ধা জানাই। তুমি পোড়খাওয়া রাজনীতিবিদকে (পড়ুন অধীর চৌধুরী) হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছ। তোমার প্রতি মানুষ আস্থা দেখিয়েছেন। তোমার সততা ও অটল মানসিকতা পূর্ণতা পাক এবার উন্নয়নমূলক কাজে, তাতে মানুষের জীবন আরও সমৃদ্ধ হবে। মেরা ভাই জিত গয়া!’’
ইরফান ভাই ইউসুফের প্রচারের কাজেও এসেছিলেন বহরমপুরে। সেইসময় ইরফান লক্ষ্য করেন ইউসুফকে নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে। সেটাই যে মানুষ ভোট বাক্সে প্রভাব ফেলেছে, তাও জানিয়েছেন ইরফান। তিনি আশা করছেন, তৃণমূলের নতুন সাংসদ হিসেবেও ক্রিকেট মাঠের মতোই সফল হবেন ইউসুফ। যিনি ২০১১ সালে ধোনির নেতৃত্বে ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। মাঠের মতোই রাজনীতিতেও বাজিমাত করলেন বরোদার এই তারকা।
Lala @iamyusufpathan With unyielding confidence in your noble cause, you embarked on the daunting journey to triumph over seasoned politicians. Armed with integrity and unwavering resolve, may your noble intentions translate into transformative actions, enriching the lives of our… pic.twitter.com/fmDdJY5Kvp
— Irfan Pathan (@IrfanPathan) June 4, 2024