শেষ আপডেট: 1st March 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পান্ডিয়াও কি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাতিল পড়বেন? দেশের প্রাক্তনদের একটা অংশ এই বিষয় নিয়ে সরব। শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানকে ইতিমধ্যেই চুক্তি থেকে বাতিল করা হয়েছে। এবার বড় প্রশ্ন, হার্দিকের চুক্তিও কি বাতিলের পথে?
ইরফান পাঠান সম্প্রতি জানিয়েছেন, যে কারণে শ্রেয়স, ঈশানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হয়েছে, সেই একই কারণে হার্দিককে ছাড় কেন? হার্দিকও তো দিনের পর দিন ঘরোয়া ক্রিকেট খেলেনি। যখন জাতীয় দলের খেলা ছিল না, সেইসময়ও হার্দিককে দেখা গিয়েছে ঘরোয়া ক্রিকেট খেলেনি। তারপরেও বোর্ড তাকে চুক্তিতে রেখেছে।
হার্দিককে গ্রেড এ চুক্তিতে রাখা হয়েছে। যাঁরা বছরে পাঁচ কোটি টাকা পাবেন। হার্দিকের সঙ্গে বোর্ড কর্তারা কথা বলেছেন। তাঁকে বলে দেওয়া হয়েছে, ভারতীয় দলের যখন খেলা থাকবে না, তাঁকে সেইসময় রঞ্জি হোক কিংবা দেওধর, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।
হার্দিক সেই প্রস্তাবে সায় দিয়েছেন। তিনিও এই মুহূর্তে চোটের আওতায় রয়েছেন। জাতীয় দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন। আইপিএলে অবশ্য নামবেন। তিনি এবার মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতার ভূমিকায় রয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবেও ছিলেন হার্দিক। তিনিও ঘরোয়া ক্রিকেটে অংশ নেন না, সেই নিয়ে একটা অভিযোগ বহুদিন ধরেই রয়েছে।
শ্রেয়স ও ঈশান নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা রবি শাস্ত্রীরা মুখ খুলেছেন। শাস্ত্রী আড়াল করলেও সৌরভও বলেছেন, শ্রেয়স ও ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারদের অবশ্যই রঞ্জি ট্রফি খেলা উচিত ছিল।