শেষ আপডেট: 24th March 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: দোলের আগের দিন রবিবার বহরমপুরের ফরাসডাঙায় ওয়াই এম এ ময়দানে বসল গীতাপাঠের আসর।
চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষ্যে সনাতন মহা সম্মেলন ও ৫০ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। গীতাপাঠের অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ বলেন, সকাল থেকেই উৎসবের মেজাজে মানুষ জড়ো হচ্ছেন গীতাপাঠের আসরে।
লোকসভা ভোটের আগে এই কর্মসূচি ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে মনে করছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, "প্রত্যেক হিন্দু পরিবারের ঘরে ঘরে গীতা আছে। উৎসবের আকারে সেই গীতাপাঠের আসর বসিয়ে বাজার গরম করার চেষ্টা চলছে। এটা সমাজের পক্ষে হিতকর নয়।"
উদ্যোক্তাদের তরফে অবশ্য জানানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। গীতাপাঠের অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ বলেন, "এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। গীতা শাশ্বত, সনাতন। হাজার হাজার বছর ধরে গীতা সভ্যতাকে পথ দেখাচ্ছে। সমাজকে এক সুতোয় বাঁধে গীতা।"
উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি নিয়ে সাড়া পড়েছিল। আয়োজকের ভূমিকায় দেখা গিয়েছিল বিজেপির একাধিক নেতাকে। ওই অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তবে শেষ মুহূূর্তে মোদীর কর্মসূচি বাতিল হলেও রাজ্য বিজেপির ছোট থেকে বড় অনেক নেতা সেই অনুষ্ঠানে ছিলেন।