রবিনা ট্যান্ডন
শেষ আপডেট: 15th September 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের কাছে হঠাৎই ক্ষমা চেয়ে নিলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তার কারণটাও নিজেই জানালেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মাধ্যমে সবটা জানিয়েছেন। জানিয়েছেন, লন্ডনের এক ভক্তের সঙ্গে ছবি না তুলেই চলে গিয়েছেন তিনি। কিন্তু কেন এমন করেছিলেন? তার উত্তরও দিলেন অভিনেত্রী। স্বীকার করলেন, কেন তিনি এমনটা করেছেন।
জানিয়েছেন, খানিক নার্ভাস থাকায় এমনটা ঘটেছে। ভক্তদের উদ্দেশ্য নিয়ে তাঁর মনে অনেক প্রশ্ন জেগেছিল। তাই সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, লন্ডনে ছবি তুলতে গিয়েও তুলতে পারেননি। পিছিয়ে এসেছিলেন বেশ খানিকটা। কারণ তাঁর সঙ্গে বান্দ্রায় ঘটে যাওয়া ঘটনা তিনি আজও ভুলতে পারেননি। তাঁকে নিয়ে অনেক ভুয়ো কথা রটেছিল।
২০২৪ সালের জুন মাসে রবিনা ট্যান্ডন একটি ঘটনার কারণে হঠাৎই শিরোনামে উঠে এসেছিলেন। তাতে দাবি করা হয়েছিল, অভিনেত্রী মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাঁর গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা দেয়। যদিও তারপরে তদন্তে গোটা ব্যপারটাই ভুল প্রমাণিত হয়। তখনও রবিনা পুরো ব্যাপারটাই সবার সামনে তুলে ধরেছিলেন।
তারপরে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লন্ডনের একটি ঘটনার কথাও জানিয়েছেন। তাঁর মতে, লন্ডনে অনেক ভক্ত তার কাছে সেলফি তোলার জন্য এসেছিল। কিন্তু তাঁদের দেখে অভিনেত্রী কিছুটা ঘাবড়ে যান। আর সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যান। তার কারণ, বান্দ্রায় ঘটে যাওয়া ওই ঘটনার পর তিনি নার্ভাস হয়ে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে বরিনা লিখেছেন, 'আমার মনে হয় ভক্তেরা শুধু একটা ছবি তুলতেই চেয়েছিল এবং আমি তাদের সঙ্গে একেবারেই সহমত। কিন্তু, কয়েক মাস আগে বান্দ্রায় ঘটে যাওয়া ঘটনার পর আমি নার্ভাস। আমি হতবাক। তাই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছি।’