শেষ আপডেট: 10th March 2023 06:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বাড়ছে অ্যাডেনোভাইরাসের প্রকোপ। একে একে শিশুমৃত্যুতে উদ্বেগ ছড়াচ্ছে। তারমধ্যেই দেশের দুই রাজ্যে ইনফ্লুয়েঞ্জাতে মৃত্যু হল দু'জনের। সরকারি সূত্রে খবর, কর্নাটক ও হরিয়ানাতে এইচ৩এন২ ভাইরাসে (H3N2 Influenza Virus) মৃত্যু হল দু'জনের।
করোনার পর বেশকিছু ভাইরাস-ব্যাক্টেরিয়ার প্রভাব বেড়েছে দেশজুড়ে। সেইসব ভাইরাসের উপসর্গ করোনার মতোই। প্রবল শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দিচ্ছে। জানা গেছে এখনও পর্যন্ত ভারতে এইচ১এন১ ও এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।
সূত্রের খবর, ভারতে এইচ৩এন২ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। পাশাপাশি এইচ১এন১ ভাইরাসে ভাইরাসে আক্রান্ত ৮ জনের খোঁজ মিলেছে দেশজুড়ে।
হংকং ফ্লু বা এইচ৩এন২ ভাইরাসের প্রকোপ গত মাস কয়েকের মধ্যেই জাঁদরেল হয়ে উঠেছে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা ইত্যাদি। কলকাতা শহরের এইচ১এন১ ভাইরাস মাথাচাড়া দিচ্ছে। তবে দেশের অন্যান্য রাজ্যে এইচ৩এন২ ভাইরাস আক্রান্তের সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানাচ্ছে, দেশের কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এইচ৩এন২ প্রজাতি ছড়িয়েছে। ইনফ্লুয়েঞ্জার এই প্রজাতি সবচেয়ে বেশি ছোঁয়াচে ও বিপজ্জনক। এই ভাইরাল স্ট্রেন একবার শরীরে ঢুকলে তাড়াতাড়ি সংখ্যায় বাড়তে পারে এবং আক্রান্তের থেকে দ্রুত ছড়াতেও পারে। সর্দি-কাশি, মুখ থেকে বেরনো থুতু-লালায় থাকা ভাইরাস ড্রপলেটের মাধ্যমে সুস্থ ব্যক্তিকে সহজেই সংক্রমিত করতে পারে। ইনফ্লুয়েঞ্জার এইচ৩এন২ প্রজাতির সংক্রমণে এখনও অবধি মৃত্যুর খবর না এলেও,জানা যাচ্ছে রোগীরা ফুসফুসের জটিল অসুখ ও প্রবল শ্বাসকষ্টে ভুগছে।
সকাল থেকে আকাশের মুখভার, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের তিন জেলায়