শেষ আপডেট: 12th May 2023 15:20
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার, ১২ মে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রযোজিত 'ফাটাফাটি'। এদিন সন্ধেতেই দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে ছবিটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছবির অন্যতম প্রযোজক নন্দিতা রায়। ব্যাপারটা কী? খোঁজ নিয়ে জানা গেল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই বিখ্যাত পরিচালক (Director Nandita Roy hospitalized)। খবর জানাজানি হতেই উদ্বেগ ছড়ায় টলিপাড়ায়।
জানা গিয়েছে, তিনদিন আগে হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বর আসে নন্দিতা রায়ের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি ভর্তি করিয়ে নেন। এরপর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতেই জানা যায়, ইনফ্লুয়েঞ্জায় (influenza) আক্রান্ত হয়েছেন নন্দিতা। সেখান থেকে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তবে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র মারফত পরে খবর পাওয়া যায়, বর্তমানে নন্দিতা রায় অনেকটাই ভাল আছেন।
শুক্রবারই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত অরিত্র মুখোপাধায়ের 'ফাটাফাটি'। ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীরা। একজন মোটা মহিলাকে কীভাবে বারবার নিজের চেহারার জন্য সমাজের কাছে কটাক্ষের শিকার হতে হয়, সেই নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি।
বাংলাদেশে 'পাঠান' ঝড়! শাহরুখের হাত ধরে ফের নতুন রেকর্ড বলিউডে