শেষ আপডেট: 5th January 2021 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনার আতঙ্কের মাঝেই বার্ড-ফ্লু ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে। এখনও অবধি ২৫ হাজার পাখির মৃত্যু হয়েছে বার্ড-ফ্লু ভাইরাসের সংক্রমণে। হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরলে জারি হয়েছে সতর্কতা। গবেষকরা বলছেন, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়েছে। এখন প্রশ্ন হল, এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা কী? মানুষের শরীরেও নাকি এই ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী (অ্যানিমাল হাসব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট, ফিশারি) সঞ্জীব বাল্যান বলেছেন, মৃত পাখি, অপরিষ্কার পোলট্রি থেকে এই ভাইরাস মানুষের শরীরে সংক্রামিত হতে পারে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরও ‘হিউম্যান ট্রান্সমিশন’ সম্ভব। যদিও, ভারতে এখনও অবধি মানুষের শরীরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়াতে দেখা যায়নি।