শেষ আপডেট: 9th August 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় হকির নামী গোলরক্ষক পিআর শ্রীজেশ ব্রোঞ্জ জিতেই অবসর নিয়ে নিয়েছেন। তিনি আগেই জানিয়েছিলেন, প্যারিস অলিম্পিক্সই শেষ। দীর্ঘ ১৪ বছরের জাতীয় দলের কেরিয়ার শেষ হয়ে গেল। তিনি ২০১১ সালের পর থেকে ভারতীয় দলের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত হন।
বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের পরে শ্রীজেশকে কাঁধে তুলে নেন সতীর্থরা। সকলেই আবেগে ভাসছিলেন। শ্রীজেশেরও চোখের কোন চিকচিক করছিল। তাঁর সঙ্গে ছিল পুরো পরিবার, স্ত্রী ও দুই সন্তান। তাঁদের নিয়ে এদিন সকালে প্যারিসে বেড়িয়েছেন তিনি।
শ্রীজেশ গোলের নিচে থাকা মানে জাতীয় হকি দলের কাছে বড় নির্ভরতা। তিনি প্যারিসেও একাধিক ম্যাচে পরিত্রাতার ভূমিকায় হাজির হন। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ৩৬ বছরের অভিজ্ঞ তারকাকে জুনিয়র দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীজেশ যে হকির প্রেরণা, সেটি উল্লেখ করে কর্তারা বলেছেন, শ্রীজেশ এই দায়িত্ব পাওয়ার যোগ্য।
একটা সময় অ্যাথলেটিক্স দিয়ে শুরু করেছিলেন কেরলের এই ক্রীড়াবিদ। তারপর ফুটবলের গোলকিপিং করেন, সেই থেকেই হকি কোচের নজরে পড়ে যান। তাঁকে পরামর্শ দেওয়া হয় হকি দলের শেষ দূর্গ সামলানোর জন্য। তারপর থেকেই তিনি হকির নায়ক হয়ে গিয়েছেন। ইতিহাসে স্নাতক এই তারকা চান হকির সঙ্গে যুক্ত থাকতে। তাই কর্তাদের প্রস্তাবে দ্রুত সায় দিয়েছেন। এবার নতুন ইনিংস দু’বারের ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের মহানক্ষত্রের।