শেষ আপডেট: 10th August 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে হকিতে টানা দুটি ব্রোঞ্জ ভারতের। শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন ভারতীয় হকি দলের সদস্যরা। সবাই অবশ্য দেশে ফেরেননি। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকার কারণে প্যারিসে থেকে গিয়েছেন পিআর শ্রীজেশ, অমিত রুইদাস, সুখজিৎ সিংরা। প্রসঙ্গত, সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হকির শ্রীজেশ ও শুটার মনু ভাকের।
দলের অধিনায়ক হরমনপ্রীত সিং গেমসে একাধিক ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়েছেন। ব্রোঞ্জ জয়ের ম্যাচেও তাঁর জোড়া গোল ছিল। দলের বাকি সদস্যদের দারুণভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। বহু মানুষকে দেখা গিয়েছে দলকে অভ্যর্থনা জানাতে। অনেকেই দেশের হকি তারকাদের উদ্দেশে অটোগ্রাফের খাতা বাড়িয়ে দিয়েছেন। ফুলে-মালায় তাঁদের বরণ করে নেওয়া হয়েছে। ঢাকের তালে নাচতে দেখা গিয়েছে দেশের হকি তারকাদের।
দেশের মানুষের ভালবাসাই যে তাঁদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছিল, সেটিও উল্লেখ করেছেন হরমনপ্রীত। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা সোনা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু জার্মানির কাছে হারটাই আমাদের পিছিয়ে দেয়। তারপর ব্রোঞ্জ জিততে মরিয়া ছিলাম। জানতাম, আমাদের ওপর অনেকে ভরসা রাখছে, সেটাই দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।’’
হরমনপ্রীত আরও বলেছেন, ‘‘বহু মানুষ আমাদের অভিনন্দন জানাতে এসেছেন, এটা এক দারুণ অনুভূতি। আমরা গেমসে নিজেদের উজাড় করে দিয়েছি, তার ফলও পেয়েছি। এবার যেখানেই আমরা খেলতে নামি না কেন, পদক জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’’
ভারতের সহ-অধিনায়ক হার্দিক সিং জানান, গেমসে আমরা একটা ইউনিট হিসেবে খেলেছি। ম্যাচে কেউ ভুল করলে সেটি অন্য কেউ শুধরে দিয়েছে। জানতাম, নিজেদের প্রতি ভরসা রাখলে পদক আসবেই। প্রসঙ্গত, ১৯৭২ সালের পরে ভারতীয় হকি দল টানা দুটি অলিম্পিক্সে পদক পেল।