শেষ আপডেট: 12th September 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কোরিয়ার বিরুদ্ধে তারা ৩-১ গোলে জয়লাভ করেছে। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে জয়লাভ করল টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দল ইতিপূর্বে চলতি টুর্নামেন্টে চিনকে ৩-০, জাপানকে ৫-০ এবং গত বছরের রানার্স আপ মালয়েশিয়াকে ৮-১ গোলে পরাস্ত করেছিল।
বৃহস্পতিবার কোরিয়ার বিরুদ্ধে ভারতীয় হকি দল শুরু থেকেই চাপ তৈরি করতে পেরেছিল। মাত্র ৮ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন অরাইজিৎ সিং হুন্দাল। এরপর টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং ৯ মিনিটে এবং ৪৩ মিনিটে গোল করে কোরিয়ার মেরুদণ্ড কার্যত ভেঙে দেন।
কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জিহুন ইয়াং। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কিছুটা হলেও দলের সম্মান বাঁচালেন তিনি। চলতি টুর্নামেন্টে এটাই প্রথম হার কোরিয়ার। আগামী শনিবার ভারতের জন্য হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে। সামনে রয়েছে পাকিস্তান। এই ম্যাচটাও যে ভারতীয় হকি দল হেসেখেলে জিততে পারবে, তা নির্দ্বিধায় বলা যেতেই পারে।