শেষ আপডেট: 9th September 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দলের দাপুটে পারফরম্যান্স অব্যাহত। সোমবার তারা জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫-১ গোলে জয়লাভ করে।
চিনের হালানবায়ার সিটিতে ভারত বনাম জাপান ম্যাচের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া পরপর জোড়া ম্যাচে জয়লাভ করল। ইতিপূর্বে প্রথম ম্যাচে তারা চিনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিল।
জাপানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ভারতীয় হকি দল। আর সেইসঙ্গে ম্যাচের রাশও নিজেদের হাতে তুলে নেয়। মাত্র ২ মিনিটের মধ্যে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম গোল করেন অভিষেক। কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতের লিড ২-০ করে দেন সুখজিৎ।
বল দখল করতে গিয়ে জাপানকে রীতিমতো লড়াই করতে হচ্ছিল। কারণ জোড়া গোল হজম করার পর জাপান রক্ষণাত্মক রণনীতিতে চলে যায়। কিন্তু, তাদের এই স্ট্র্যাটেজিও শেষপর্যন্ত ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আরও চাপ বাড়াতে শুরু করে ভারত। সেইসঙ্গে ৩-০ ব্যবধানে তারা এগিয়ে যায়। গোল করলেন সঞ্জয়।
গোটা দ্বিতীয় কোয়ার্টারে জাপানের কোনও আক্রমণই দেখতে পাওয়া যায়নি। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতও কিছুটা গা এলিয়ে দিয়েছিল।
তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতীয় হকি দলের এই আত্মতুষ্টির ফায়দা তুলল জাপান। ৪ মিনিট বাকি থাকতে জাপানের হয়ে একটি গোল শোধ করলেন মাৎসুমোটো কাজুমাসা। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ফের গা-ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। জার্মানপ্রীতের অ্যাসিস্টে টিম ইন্ডিয়ার হয়ে চতুর্থ গোলটি করলেন উত্তম সিং। অবশেষে জাপানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুখজিৎ। শেষপর্যন্ত ভারত ৫-১ গোলে জয়লাভ করে।