শেষ আপডেট: 27th June 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: ক্রোয়েশিয়াজাত কোচ ইগর স্টিম্যাচকে ছাঁটাইয়ের পরে ফেডারেশন নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে। আগামী ৩ জুলাই পর্যন্ত নতুন কোচের আবেদন নেবে এআইএফএফ। ইতিমধ্যেই ২১৪টি আবেদন জমা পড়েছে। দেশ ও বিদেশ মিলিয়ে কোচের আবেদন জমা পড়েছে।
কোচের পদে সবথেকে বড় নাম হিসেবে উঠে আসছে দক্ষিণ কোরিয়ার পার্ক হ্যাঙ সেও। ৬৬ বছরের এই অভিজ্ঞ কোচ ভিয়েতনামের কোচ হিসেবে আলোড়ন ফেলে দিয়েছেন। তিনি ভিয়েতনাম ফুটবলের উন্নতির পিছনে নিজের সেরাটা দিয়েছেন। এই প্রবীণ কোচকে বিশ্বের ফুটবলমহল ডাকে ‘আঙ্কল পার্ক’ নামে।
কোরিয়া জাতীয় দলের কোচিং না করলেও তিনি দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাকাডেমির ডিরেক্টর পদে ছিলেন। তিনি যে ভারতীয় ফুটবল কোচের পদের জন্য আবেদন করেছেন, সেটি মেনে নিয়েছেন ফেডারেশনের এক শীর্ষ কর্তা। তিনি সর্বভারতীয় এক প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘‘আঙ্কল পার্কের মতো কিংবদন্তি কোচ ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহ দেখিয়েছেন, এটাই বিরাট ব্যাপার। তিনি সত্যিকারের নায়ক ভিয়েতনামের, একেবারে শূন্য থেকে শুরু করে তিনি ভিয়েতনাম ফুটবলকে উত্তুঙ্গ পর্যায়ে নিয়ে গিয়েছেন। ভারতের কোচ হলে আমাদের কাছে দারুণ প্রাপ্তির হবে।’’
আরও তাৎপর্যের বিষয়, ভিয়েতনামের সঙ্গে চুক্তি পুনর্নবিকরণ করেননি পার্ক। তাই আরও আশায় ভারতীয় ফুটবল কর্তারা। ইগর মাসে পেতেন ২৬ লক্ষ টাকা বেতন। আর পার্ক কোচ হলে তাঁকে দেওয়া হবে মাসে ৫০ লক্ষ টাকা। এই কোরীয় কোচ ভিয়েতনামকে দক্ষিণ-পূর্ব এশিয়া কাপে চ্যাম্পিয়ন করেছিলেন। তিনি এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ভিয়েতনামকে শেষ আটে নিয়ে গিয়েছিলেন। তারপর অবশ্য জাপানের কাছে হেরে গিয়েছিল তাঁর দল।
ফেডারেশনের ওই কর্তা জানান, ‘‘আমরা আবেদন জমা দেওয়ার পরে কোচের তালিকা বাছাই করব। তবে পার্কের বিষয়টি বিশেষ বিচারাধীন থাকবে। আমরা চাই যিনিই কোচ হোন না কেন, তিনি যেন আন্তরিকভাবে সৎ, পরিশ্রমী ও পরিকল্পনা রূপায়ণে পারদর্শী হন। দলের ফুটবলারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন। তাঁর যেন ম্যান ম্যানেজমেন্টও নজরকাড়া হয়।’’