কর্তাদের নিয়ে ক্ষুব্ধ ইগর।
শেষ আপডেট: 21st June 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল নিয়ে বোমা ফাটালেন ইগর স্টিম্যাচ। ভারতের এই বিদেশি কোচকে বরখাস্ত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাঁকে মেয়াদের আগেই সরিয়ে দিয়েছেন দেশের ফুটবল কর্তারা। কাতারের বিরুদ্ধে ম্যাচে ১-২ গোলে হেরে যেতেই বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে গিয়েছে ভারত। তার দায় এসে পড়েছে কোচ ইগরের ওপর। তাঁকে পত্রপাঠ ছাঁটাইয়ের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় বিরক্ত ইগর। তিনি শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের রাগ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘‘ভারতের ফুটবল কর্তারা ফুটবলটাই কিছু বোঝেন না। তাঁরা শুধু জানেন ক্ষমতা দখল, কী করে চেয়ার রক্ষা করতে হয়!’’
ইগর বিস্ফোরক কথাবার্তায় বলেছেন, ‘‘ভারতের ফুটবল কর্তাদের জন্যই আমার গত ডিসেম্বরে হৃদরোগ হয়েছিল। আমাকে অস্ত্রোপচারও করাতে হয়। কিন্তু আমি কাউকে জানতে পর্যন্ত দিইনি। কারণ জানলে ভারতীয় মিডিয়া এই ঘটনা নিয়ে খোঁজখবর শুরু করত, তাতে আরও বেকায়দায় পড়তেন কর্তারাই।’’
ইগরের যাবতীয় রাগ গিয়ে পড়েছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের ওপর। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভারতীয় ফুটবলের বিদায়ী কোচ পরিষ্কার বলেছেন, ‘‘কল্যাণ চৌবে একজন রাজনৈতিক লোক। ওঁকে কলকাতাতেই কেউ চেনে না, ভারতেও জনপ্রিয় ব্যক্তি নন। এমন একজন ব্যক্তি, যিনি ক্ষমতাবানের ভান করেন, আদতে কোনও ক্ষমতাই নেই!’’ ইগর একটি ঘটনার কথাও তুলে ধরেছেন।
ক্রোয়েশিয়াজাত কোচের বক্তব্য, ‘‘আমার গত পাঁচবছরে কোচিং জীবনে মাত্র দু’বার কল্যাণের সঙ্গে দেখা হয়েছিল। একবার কলকাতায়, সেবার আমার সঙ্গে দেখা হওয়ার পর পাঁচবার ঘড়ি দেখছিলেন, যেন কত কাজ রয়েছে। আমি যে একজন ভারতীয় দলের কোচ, যে কিনা বিশ্বকাপও খেলেছে দেশের হয়ে, সেই বোধটাও নেই মনে হয় ওঁর।’’
ইগর আরও বলেছেন, ‘‘আইএসএল কোনও টুর্নামেন্টই নয়। যে লিগে স্থানীয়দের উপেক্ষা করে অযোগ্য বিদেশিদের নিয়ে এসে খেলানো হয়, সেই লিগের কোনও গুরুত্ব নেই মানুষের কাছে। ফেডারেশন কর্তারা জানেন না আন্তর্জাতিক ক্যালেন্ডারের গুরুত্ব, তাঁরা শুধু জানেন ক্লাব ফুটবল থেকে মুনাফা অর্জন।’’ ভারতীয় দলের এই বিদেশি কোচের ব্যাখ্যা, এই অযোগ্য ক্ষমতালোভী কর্তাদের জন্যই ভারতীয় ফুটবল বন্দিদশা কাটাচ্ছে। আমি জানি না ভারতীয় ফুটবলের আদৌ কোনও উন্নতি হবে কিনা।