শেষ আপডেট: 12th September 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা। কোনও এক জ্যোতিষী ভারতীয় ফুটবলের দল গঠন করে দিচ্ছেন, এমন ঘটনা অতীতে কোনও দিন ঘটেছে কিনা সন্দেহ। সম্প্রতি ভারতের এক সর্বভারতীয় প্রচার মাধ্যম একটি ঘটনা ফাঁস করেছে। তাতে উল্লেখ রয়েছে, আফগানিস্তান ম্যাচে ভারতীয় দলের ইগর স্টিম্যাশ (Indian football coach Igor Stimac) জ্যোতিষীর সাহায্য নিয়ে দলের প্রথম একাদশ ঠিক করেছেন (picked team on astrologers advice)। এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। এর আগেই ভারতীয় ফুটবলে এক জ্যোতিষীর কোটি টাকার নিয়োগ নিয়ে প্রচার হয়েছিল কিন্তু তিনি যে দল গঠনে ভূমিকা নিচ্ছেন, সেটি জানা যায়নি।
সেই জ্যোতিষী ভারতীয় দলের কোচ ইগরকে পরিষ্কার জানিয়ে দেন, যে ফুটবলারের নামের পাশে তিনি মন্তব্য করেছেন শুধুমাত্র তাদেরকে খেলালেই হবে। জ্যোতিষী ভূপেশ শর্মা আরও লেখেন যে, এই ফুটবলার খুব ভাল। কোন ফুটবলারদের আত্মবিশ্বাস বর্জন করতে হবে। এইসব উপমা প্রত্যেকটি ফুটবলারের নামের পাশে লিখে দেন। কারও নামের পাশে এও লেখেন এই ফুটবলারকে খেলালে ডুবতে হবে।
ভারতের কোচ সেই মতো দল গড়েন, আর কাকতালীয়ভাবে সফলও হন। যুবভারতীতে সেই ম্যাচে সুনীলরা জয় পেয়ে যান।
শুধু মাত্র ওই আফগানিস্তান ম্যাচ নয়, বরং মঙ্গোলিয়া ও জর্ডন ম্যাচেও ওই জ্যোতিষীর কথা মিলিয়ে দলগঠন সারেন ইগর। এই নিয়ে ভারতীয় ফুটবলমহলে বিদেশি কোচের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এমনকী ওই জ্যোতিষীর সঙ্গে ইগরের পরিচয় করিয়ে দেন ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস। সেই কর্তার নামও এই ঘটনায় সামনে চলে এসেছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতল ভারত! প্রথমে ব্যাট করবেন রোহিতরা