শেষ আপডেট: 20th June 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের হেডস্যার কে হবেন, সেই নিয়ে চলছে তুমুল জল্পনা। ক্রিকেটের মতো ফুটবলেও আগে আবেদন নিয়ে তারপর ইন্টারভিউর মাধ্যমে কোচ বাছাই হবে।
ক্রোয়েশিয়াজাত কোচ ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে দিয়েছে ফেডারেশন। তাঁকে সময়ের আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ইগরকে ক্ষতিপূরণও দিতে হবে। তারপরেও রাগ যাচ্ছে না বিদেশি কোচের। তাঁর আমলে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হয়নি। পাঁচবছরে ভারত কোনও আন্তর্জাতিক আসরে ভাল ফল করতে পারেনি। সাফ কাপ, আন্তঃ মহাদেশীয় কাপ ছাড়া কিছুই জিততে পারেনি দল।
ইগর মনে করছেন তাঁর ঠিক মূল্যায়ন হয়নি ভারতীয় ফুটবলে। তিনি ফেডারেশন ও ভারতীয় শিবিরের নানা গোপন কথা ফাঁস করারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, পর্দার আড়ালে ভারতীয় ফুটবলে কুৎসিত খেলা চলে! শুক্রবার তিনি ওই গোপন ঘটনা তুলে ধরার হুমকিও দিয়েছেন।
এরমধ্যে ভারতীয় ফুটবলের কোচের পদে কারা আবেদন করেছেন, তার নাম প্রকাশ হতে শুরু করেছে। তালিকায় আইএসএলের নামী কোচরা রয়েছেন। মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে সার্জিও লোবেরা, এমনকী এফসি গোয়ার কোচ ম্যানুয়েল মার্কেজ ও চেন্নাইয়িন এফসি-র কোচ ওয়েন কোল ইতিমধ্যেই আবেদন করেছেন। শোনা গিয়েছে, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ইয়ন মরগ্যানও নাকি আবেদনপত্র পাঠিয়েছেন।
ফেডারেশন অবশ্য বিদেশি হাই প্রোফাইল কোচের থেকে স্বদেশি নামী কোচকে দায়িত্ব দিতে বেশি আগ্রহী। তাই লড়াইয়ে রয়েছেন রেনেডি সিং, মহেশ গাউলিদের মতো প্রাক্তন নামী তারকারাও। জুলাই মাসের শেষের দিকেই নয়া কোচের নাম ঘোষণা হতে পারে।