শেষ আপডেট: 23rd March 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাত সকালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আচমকা হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। তারপর তিনদিন অতিক্রান্ত। প্রায় ৭০ ঘণ্টা পর স্বরূপের বাড়ি থেকে বের হলেন তদন্তকারীরা।
সূত্রের খবর, শনিবার ভোর পৌনে ৫টা নাগাদ তদন্তকারীরা স্বরূপের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যায়। স্বরূপের দাবি, "আমার বাড়ি থেকে কোনও নগদ, গয়না বা কাগজপত্র কিছু বাজেয়াপ্ত করেনি আইটি টিম। ওঁরা যে ব্রিফকেস নিয়ে এসেছিলেন, সেটা নিয়েই বেরিয়ে গিয়েছেন।" এ ব্যাপারে তদন্তকারীদের কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি।
বুধবার সকাল থেকেই শহরের নানা জায়গায় আয়কর হানা শুরু হয়েছিল। যার মধ্যে ছিল স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই এই টানা তল্লাশি বলে সূত্রের খবর।
জানা গেছে, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলছেন আয়কর আধিকারিকরা। প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে বলেও সূত্র মারফৎ খবর পাওয়া গেছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আয়কর দফতর। কেন এই তল্লাশি সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।