শেষ আপডেট: 11th June 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন সল ক্রেসপো। গত মরশুমে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই বিদেশি তারকা। তাঁকে নেওয়ার পরে ইমামি ইস্টবেঙ্গলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে ক্রেসপো বলেছেন, ‘‘আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পেরে ভাল লাগছে। ঐতিহাসিক ক্লাবের সঙ্গে আমার সফর চলবে। এই ক্লাব আমার কাছে এখন পরিবার। সমর্থকরা এর আগে যেমন আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও তাঁদের পাশে চাই।’’
গত মরশুমে সাতটি গোল করেছিলেন সল। তিনিই লাল হলুদের মাঝমাঠের চালিকাশক্তি। তিনি পুরো দলকে খেলান। দলের কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন, ‘‘সল ক্রেসপো এমন একজন মিডফিল্ডার, যে কিনা পুরো দলকে মাঠে নিয়ন্ত্রণ করে। ওর তো পজিটিভ মিডফিল্ডার সক্রিয় থাকলে স্ট্রাইকারদের গোলের বল পেতে সমস্যা হবে না।’’
সল ক্রেসপো এর আগে ওড়িশা এফসি-তে ছিলেন। সেই দলের হয়ে সুপার কাপ জিতেছিলেন, এবার একই কৃতিত্ব অর্জন করেছেন ইস্টবেঙ্গল জার্সিতেও। স্প্যানিশ এই মিডফিল্ডারের পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে তাঁর ক্ষেত্রে ৮২ শতাংশ বল পাসিং একেবারে নিখুঁত ছিল। তিনি নিজেও গোল করার ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন।
এদিকে, ইস্টবেঙ্গলের আরও এক বিদেশি দিমিত্রিয়স দিয়ামিনতিকোস কবে চুক্তিবদ্ধ হবেন, সেই নিয়ে জল্পনা চলছে। গ্রিক স্ট্রাইকার এর আগে কেরালা ব্লাস্টার্স দলে ছিলেন। তাঁকে নেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন লাল হলুদ কর্তারা। কিন্তু এখনও কেরল তাঁকে রিলিজ অর্ডার না দেওয়ায় বিব্রত কর্তারা।