শেষ আপডেট: 2nd July 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে তৃতীয় বিদেশি নির্বাচন হয়ে গেল। তারা সই করাল ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার টম অলড্রেডকে। ৩৩ বছরের এই ব্রিটিশ তারকার সঙ্গে চুক্তি করিয়ে খুশি কোচ হোসে মোলিনা। তিনি এক বার্তায় জানিয়েছেন, ‘‘অলড্রেড খুবই অভিজ্ঞ ফুটবলার, তিনি আক্রমণাত্মক ডিফেন্ডার, যাঁর চেহারাও খুব শক্তপোক্ত। টম এরিয়াল বলের ক্ষেত্রেও দক্ষ এক ফুটবলার। ওঁর উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে।’’
অস্ট্রেলিয়ান লিগের এই তারকা ব্রিসবেন রোয়ার্সের হয়ে ২০১৯ সাল থেকে খেলেছেন। তিনি পিছন থেকে খেলা তৈরি করতেও যথেষ্ট অভিজ্ঞ। সুঠাম চেহারার এই ব্রিটিশ এর আগে অনূর্ধ্ব ১৯ স্কটল্যান্ডের হয়েও খেলেছেন।
টম সবুজ মেরুনে চুক্তিবদ্ধ হয়ে জানিয়েছেন, ‘‘আমি মোহনবাগানের ইতিহাস জানি। তাদের কিছু খেলাও আমি দেখেছি। এই দলের হয়ে মাঠে নামার জন্য উদগ্রিব হয়ে রয়েছি। মোহনবাগানের জার্সি পরে খেলাও আমার কাছে সম্মানের বিষয়। এই নামী দলের হয়ে আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তাকিয়ে রয়েছি।’’
এর আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ক্লাবেও তিনি খেলেছেন দাপটের সঙ্গে। টম আরও বলেন, ‘‘মোহনবাগানের সমর্থকদের মুখে হাসি দেখতে চাই। আমি সতীর্থদেরও সহায়তা করে নিজের সেরাটা দেব মাঠে।’’
মোহনবাগানে এর আগে বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে গত মরশুমের জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসকে রেখে দিয়েছে। এই ব্রিটিশ ডিফেন্ডারকে নেওয়ার পরে বিদেশির সংখ্যা দাঁড়াল তিনজন। আরও পাঁচ বিদেশিকে সই করাতে পারবে মোহনবাগান। সবুজ মেরুন কর্তারা রাখবেন না হেক্টর, কাউকো ও সাদিকুকে।