শেষ আপডেট: 27th June 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম সেরা মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে বিদ্রুপ করেছিল মোহনবাগান। তাদের এক্স হ্যান্ডলে জটায়ুর একটা ডায়ালগ দিয়ে বলা হয়েছিল, এটা পেয়েছি! মানে লাল হলুদের ঘেরাটোপ থেকে আপুইয়াকে সই করিয়েছে বাগান কর্তারা। ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিয়েছে মোহনবাগান।
সেই নিয়ে তাল ঠুকছিল লাল হলুদ দলও। ফরাসি প্লে-মেকার মাদিহ তালালকে সই করিয়ে ইস্টবেঙ্গল ক্লাবও একটি ভিডিও টুইট করেছে। তাতে দেখা গিয়েছে, তারা জয় বাবা ফেলুনাথ সিনেমার মগনলালকে উদ্দেশ করে ফেলুদা বলছেন, ‘‘এবার যে আমার প্রাইভেট সার্কাসের খেলটা দেখতে হচ্ছে মগনবাবু।’’
ভারতীয় আপুইয়ার পালটা যে বিদেশি তালাল, সেটি এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তালাল গত মরশুমে ছিলেন পাঞ্জাব এফসি-তে। তিনি গতবার আইএসএলে সেরা মিডফিল্ডারের অ্যাখ্যাও পেয়েছেন। মোট ছ’টি গোল ছাড়াও ১৩টি গোলের পাস বাড়ান।
ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালাল দলে যোগ দেওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে। আগেই আমাদের দলে রয়েছেন দিমি, ক্লেটন, মহেশ, নন্দকুমার, বিষ্ণুরা। তালাল যোগ দেওয়ায় দলের মধ্যে ভারসাম্য অনেক বাড়ল।
কোচ কার্লোস কুয়াদ্রাতও জানান, তালালের মতো অভিজ্ঞ তারকার অন্তর্ভূক্তি আমাদের দলকে ভরসা দেবে। প্রসঙ্গত, ক্লাবের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, দেখা গিয়েছে, পুরো কলকাতার একটি ছবি, যেখানে হাওড়া ব্রিজ থেকে শুরু করে নানা দ্রষ্টব্য স্থান দেখিয়ে ইস্টবেঙ্গল মাঠ দেখানো হয়েছে, আবার বার্সেলোনা শহর দেখিয়ে দেখানো হয়েছে কোচ কার্লোসকে, যিনি এই মুহূর্তে রয়েছেন নিজের শহর বার্সেলোনায়। তারপরেই ভিডিওতে এসেছেন তালাল, যিনি নিভৃতে ক্লাবের মাঠে প্রস্তুতি সারছেন।
বাগানে সই করে আবার আপুইয়া বলেছেন, তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্র দেখেছিলেন, কিন্তু সেটি দেখেও জবাব দেননি। আপুইয়া হাতছাড়া হয়ে যাঁকে পেল ইস্টবেঙ্গল, সেই তালাল কতটা খেলতে পারেন, সেটাই দেখার।