শেষ আপডেট: 20th August 2024 10:50
দ্য ওয়াল ব্যুরো: আইএএস হিসেবে কাজ করেছেন বহু বছর। বর্তমানে অবসরে। আচমকা আলোচনার কেন্দ্রে প্রবীণ কুমার। কারণ এখন তাঁর সর্বক্ষণের সঙ্গী দু’টি গাধা। যখনই হাঁটতে বেরোচ্ছেন রাস্তায়, তখনই তাঁর সঙ্গে দেখা যাচ্ছে দুই চারপেয়েকে। কেন?
২০০১ সালে আইএএস হিসেবে নিযুক্ত হয়েছিলেন প্রবীণ কুমার। হরিয়ানার ফরিদাবাদের ডেপুটি কমিশনারের দায়িত্বও সামলেছেন তিনি। বর্তমানে অবসর নিয়ে ফরিদাবাদেই থাকেন। গাধা নিয়ে তাঁকে রাস্তায় বেরোতে দেখে চমকে যান স্থানীয়রা। কেউ কেউ ভাবতে শুরু করেন, নিঃসঙ্গতা কাটাতেই হয়তো গাধা পোষা শুরু করেছেন তিনি। আসলে তা নয়। প্রবীণ বলেন, "আজকাল সকলেই ছুটে বেড়াচ্ছেন। এই ব্যস্ততায় নিজেদের চিন্তা-ভাবনায় নিয়ন্ত্রণও হারিয়ে ফেলছেন। মানুষের মনের মধ্যে পরিবর্তন আনতেই গাধা নিয়ে বেরোই আমি। কোনও কোনও সময় ওদের মতো নির্বিকার ও সহনশীলও হওয়া দরকার।"
এই প্রাক্তন আইএএস অফিসারের ছবিই এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের ফুলহাতা জামা পরে দাঁড়িয়ে আছেন প্রবীণ কুমার। একহাত কোমরে। অন্যহাতে ধরে আছেন দুটো দড়ি। সেই দড়ির একপ্রান্ত গাধার গলায় বাঁধা। অন্য প্রান্ত তাঁর হাতে। এখন প্রবীণ কুমারের ভাবনা আদৌ কি প্রভাব ফেলবে সমাজে! উত্তর জানা নেই।