শেষ আপডেট: 3rd August 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: একদিকে নিট দুর্নীতি মামলা, অন্যদিকে পূজা খেদকার ইস্যুতে ইউপিএসসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন। দুই ঘটনার চাপে পড়ে বাকি সাধারণ পরীক্ষার্থীদের জীবনও নাজেহাল। কবে সঠিকভাবে মেধা তালিকা প্রকাশ পাবে, কবে চাকরি হবে, সবকিছু নিয়ে পদে পদে বাড়ছে চিন্তা। এই পরিস্থিতির মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন এক তরুণী। তবে সেই মারাত্মক ঘটনাটি ঘটানোর আগে সরকারকেও নিজের বার্তা দিয়ে গেলেন।
নয়াদিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে এক ইউপিএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। আইএএস হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করা হল না। পুলিশের তরফে জানানো হয়েছে, পড়াশোনার অত্যাধিক চাপের পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে ওই তরুণী কিছুদিন ধরেই হতাশ ছিল। যার জেরেই এই ঘটনা। মহারাষ্ট্রের আকোলা থেকে দিল্লিতে পড়তে এসেছিল সে। নিজের সুইসাইড নোটে একাধিক বিষয়ের কথা উল্লেখ করেছেন তরুণী।
মৃত তরুণীর নাম অঞ্জলি। পুলিশ সূত্রে খবর, তিনি সুইসাইড নোটে লিখেছেন, ''একবারে ইউপিএসসি পাশ করাই আমার একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু বিভিন্নভাবে আমি হতাশ হয়ে পড়েছি। কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার শান্তি দরকার। অনেক রকমভাবে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বাবা-মা, তোমরা রাগ করো না।''
অঞ্জলির এক বন্ধু জানিয়েছেন, সে যে বাড়িতে থাকত তার ভাড়া ছিল ১৫ হাজার টাকা। সেটাই হঠাৎ করে ১৮ হাজার করে দেওয়া হয়। এই নিয়েও চিন্তায় পড়ে গেছিল সে। তার মধ্যে ছিল অতিরিক্ত পড়ার চাপ। ওই সুইসাইড নোটে অঞ্জলি সরকারের উদ্দেশে লিখেছেন, ''দয়া করে সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতি কমান এবং চাকরি দিন। আমার মতো অনেকেই চাকরি পাওয়ার জন্য রোজ পরিশ্রম করছে।''
একই সঙ্গে অঞ্জলি, পিজি বা মেসের ভাড়া বৃদ্ধির ইস্যু নিয়েও অভিযোগ জানিয়ে গেছেন। তিনি বলেছেন, এত পরিমাণ ভাড়া দেওয়া সকল পড়ুয়াদের জন্য সম্ভব নয়। অঞ্জলির মাও এক সংবাদমাধ্যমে জানান, দিল্লিতে থেকে পড়াশোনা করা এবং তার পাশাপাশি বাড়তি খরচ নিয়েও আগেও চিন্তা করত সে।