শেষ আপডেট: 29th July 2024 07:19
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কোচিং সেন্টারে ইউপিএসসি-র তিন প্রার্থীর মর্মান্তিক মৃত্যুতে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আর সেই ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ওই সেন্টার কর্তৃপক্ষ। শোকপ্রকাশ করে তাঁরা তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
মর্মান্তিক ঘটনাটির প্রতিবাদে শনিবার রাত থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। কিন্তু প্রাথমিকভাবে মুখ খোলেননি কর্তৃপক্ষ। অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর তাঁদের তরফে একটি বিবৃতি জারি করা হয়। যেখানে বলা হয়েছে, ‘মৃত ছাত্রছাত্রীদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ইনস্টিটিউশন গভীর ভাবে দুঃখিত। আমরা ঘটনার তদন্তে সহযোগিতাকরার প্রতিশ্রুতি দিচ্ছি। সমস্ত প্রয়োজনীয় তথ্য আমরা তদন্তকারী সংস্থার সঙ্গে ভাগ করে নিয়েছি।’’
২০২১ সালে অগস্টে দিল্লি পুরসভার তরফে রাজিন্দর নগরের রাও আইএএস স্টাডি সার্কেল সেন্টারকে নো অবেজকশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল। যেখানে উল্লেখ করা হয়, বেসমেন্ট শুধুমাত্র স্টোরেজ বা পার্কিংয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু তিন বছর ধরে তা লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হচ্ছিল। আর তার জেরেই ঘটল মর্মান্তিক পরিণতি! দিল্লির রাজিন্দর নগরের কোচিং সেন্টারে ৩ ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনার পর চর্চায় সেই বেসমেন্ট। এদিকে এই ঘটনার পর দিল্লির আরও ১৩টি সিভিল সার্ভিস কোচিং ইনস্টিটিউটের বেসমেন্ট সিল করে দিয়েছে দিল্লি পুরসভা।
চলতি মাসেই এই কোচিং সেন্টারকে এনওসি দিয়েছিল দমকল বিভাগ। যেখানে উল্লেখ করা হয়েছে, অগ্নিনির্বাপণের জন্য বিল্ডিংটির প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তবে অবশ্যই এই বেসমেন্ট আইন মেনে ব্যবহার করতে হবে। বেসমেন্টে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে জল নিষ্কাশন হয়ে ঢুকে না পড়ে। আর এই বেসমেন্টকে যদি অফিস বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা হয়, তাহলে সেখানে পর্যাপ্ত এক্সিট থাকতে হবে। কিন্তু, রাজিন্দর নগরের কোচিং সেন্টারে একটি মাত্র প্রবেশ ও প্রস্থান পথ ছিল।
দিল্লির রাজেন্দ্রনগরে সিভিল সার্ভিসের কোচিং নিতে এসে প্রাণ গিয়েছে কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩ পড়ুয়ার। কীভাবে বেসমেন্ট ১২ ফুট জলের তলায় চলে গেল? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। বেআইনিভাবে বেসমেন্ট চত্বরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন দিল্লির মেয়র। ইতিমধ্যে ওই কোচিং সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ।