দক্ষিণ ভারতে হাসি ফুটল কংগ্রেস ও ডিএমকের মুখে।
শেষ আপডেট: 4th June 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় অববাহিকায় তো যা হওয়ার হচ্ছে। মোটের ওপর উত্তরপ্রদেশে বিজেপির একচ্ছত্র রাজত্বে ভালই দাঁত ফোটাতে পেরেছে কংগ্রেস-সমাজবাদী পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোট। গণনা যত এগোচ্ছে, নজর তত গিয়ে পড়ছে গোদাবরী-সাতপুরার ওপারে, দক্ষিণ ভারতে। পাঁচ রাজ্য অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের মোট ১২৯ আসনে হাওয়া কোনদিকে ঘুরবে? বুথ-ফেরত সমীক্ষায় পাঁচ রাজ্যেই মোদী ঝড়ের ইঙ্গিত মিলেছিল। কিন্তু ভোট-গণনা শুরু হতেই দেখা গিয়েছে, আসল ছবিটা অনেকটাই আলাদা। কেরলে একটি বাদে সবকটি আসনে এগিয়ে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জোট। তামিলনাড়ুতে ডিএমকের জয়জয়াকার। হায়দরাবাদে এগিয়ে আসাদুদ্দিন ওয়েইসি। এদিকে বেঙ্গালুরুতে একইরকম দাপট বজায় রাখলেন তেজস্বী সূর্য। ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভানা পিছিয়ে পড়েছেন। কোয়েম্বতুরে পিছিয়ে পড়েছেন তামিলনাড়ু বিজেপির প্রধান আন্নামালাই।
যে যে আসন নজরে রয়েছে, তাঁদের মধ্যে রয়েছে ওয়েনাড় (রাহুল গান্ধী), ত্রিশূর (সুরেশ গোপী), তিরুবনন্তপুরম (শশী তারুর/রাজীব চন্দ্রশেখর), বেঙ্গালুরু সাউথ (তেজস্বী সূর্য), থোট্টুকুড়ি (কানিমোঝি), মাণ্ড্য (কুমারস্বামী), হায়দরাবাদ (আসাদুদ্দিন ওয়েইসি), সেকেন্দ্রাবাদ (জি কিষাণ রেড্ডি), রজমপেট (কিরণ কুমার রেড্ডি)।
মোটামুটিভাবে দুপুর আড়াইটে অবধি যা খবর:
১) কার্যত বিপ্লব ঘটে গিয়েছে কেরলের ত্রিশূর আসনে। পাঁচ ঘন্টার গণনার শেষে ত্রিশূর আসনে শীর্ষে রয়েছেন মালয়ালি অভিনেতা, বিজেপির সুরেশ গোপী। ৩৮৫,৭১২ ভোটে এগিয়ে রয়েছেন গোপী। স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে কেরল থেকে কোনও কোনও বিজেপি সাংসদ পায়নি লোকসভা। সেই রীতি সম্ভবত ভাঙতে চলেছে এইবার।
২) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জগনমোহন রেড্ডি। ওয়াইএসআর কংগ্রেসকে হারিয়ে লোকসভার পাশাপাশি বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। ৯ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চন্দ্রবাবু।
৩) বেঙ্গালুরুর চার লোকসভা আসনের তিনটেয় এগিয়ে বিজেপি, একটায় কংগ্রেস। এঙ্গালুরু সাউথ আসনে তেজস্বী সূর্য ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে। বেঙ্গালুরু নর্থে শোভা কারান্দলাজে কংগ্রেসের রাজীব গৌড়ার চেয়ে ১.২৬ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন।
৪) কেরলে তুমুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের নেতৃত্বে থাকা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট।
৫) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী মাণ্ড্য আসনে প্রায় ২৭০০০ ভোটে এগিয়ে রয়েছেন।
৬) তামিলনাড়ুর দক্ষিণে ১০ আসনের ৯ আসনে জিতে গিয়েছে ডিএমকে। আসনগুলি হলঃ ঠেনি, ডিন্ডিগুল, মাদুরাই, বিরুধুনগর, রামনাথপুরম, শিবগঙ্গা, তেনকাশী, তেরুনেলভেলি, থোট্টুকুড়ি ও কন্যাকুমারী।
৭) হায়দরাবাদে বিপুল ভোটে এগিয়ে এআইএমআইএম প্রার্থী ও চারবারের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি।
৮) কর্ণাটকের হাসান আসনে ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভানা পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন কংগ্রেসের শ্রেয়স প্যাটেল।
৯) কোয়েম্বতুর আসনে বিজেপির তামিলনাড়ু রাজ্য প্রধান কে আন্নামালাই পিছিয়ে পড়েছেন। এগিয়ে গিয়েছেন ডিএমকের গণপতি রাজকুমার।